চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও ২৬ তারিখে পেইচিংয়ে সফররত উজবেকিস্তানের প্রেসিডেণ্ট কারিমোফের সঙ্গে সাক্ষাত্ করার সময়ে বলেছেন, চীন আর উজবেকিস্তান হলো দুটি নিকট-প্রতিবেশী দেশ, দুদেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতার ভৌগোলিক সুবিধা আছে, দুপক্ষের জন্য এই সহযোগিতা প্রয়োজন, সহযোগিতার ভবিষ্যত্ সম্ভাবনা খুবই বিরাট । তিনি চীন আর উজবেকিস্তানের মধ্যে শক্তিসম্পদ ইত্যাদি ক্ষেত্রে সহযোগিতা চালানোর আশা প্রকাশ করেছেন ।
প্রধানমন্ত্রী ওয়েন ২৪ তারিখে স্বাক্ষরিত " চীন-উজবেকিস্তানের বন্ধুত্ব ও সহযোগিতার অংশীদারি সম্পর্ক চুক্তির" উচ্চপর্যায়ের মূল্যায়ণ করেছেন ।
প্রেসিডেণ্ট কারিমোফ বলেছেন, দুদেশের সম্পর্ক উন্নয়নের জন্য এই চুক্তি খুবই তাত্পর্যপূর্ণ । উজবেকিস্তান দুদেশের আর্থ-বাণিজ্যিক সহযোগিতা অনবরতভাবে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার সব-রকম প্রয়াস চালিয়ে যাবে ।
|