 নিউজিল্যান্ড সফররত চীনের জাতীয় গণ কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান উ পাং কো২৬ মে ওয়েলিংটনে চীনা দুতাবাসের কর্মকর্তা আর নিউজিল্যান্ডের চীনা শিল্প্রতিষ্ঠান ,প্রবাসী চীনা ও চীনাজাত বিদেশী আর সেখানে অধ্যয়নরত চীনা ছাত্রছাত্রীদের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাত করেছেন।
সাক্ষাতকালে উ পাং কো বলেছেন , পাশ্চাত্যজগতে নিউজিল্যান্ড এমন একটি দেশ যে দেশ সর্বপ্রথমে চীনের সঙ্গে বিশ্ববানিজ্য সংস্থায় চীনের অন্তর্ভুক্তি সংক্রান্ত দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করেছে , সর্বপ্রথমে চীনের বাজার অর্থনীতির অবস্থানকে স্বীকৃতি দিয়েছে এবং সর্বপ্রথমে চীনের সঙ্গে অবাধ বানিজ্য প্রসঙ্গে আলোচনা শুরু করেছে । তিনি বলেছেন , চীন ও নিউজিল্যান্ডের সম্পর্ক ভালো ,এটা চীনা দূতাবাসের কর্মকর্তা , চীনা শিল্পপ্রতিষ্ঠান আর প্রবাসী চীনা ও চীনাজাত বিদেশীদের প্রচেষ্টার ফল ।
উল্লেখ্য, নিউজিল্যান্ড হচ্ছে উ পাং কোর বর্তমান সফরের তৃতীয় ধাপ , এর আগে তিনি সিংগাপুর ও অষ্ট্রেলিয়া সফর করেছেন , নিউজিল্যান্ডের পর তিনি মালয়েশিয়া সফরে যাবেন ।
|