চীনের পররাষ্ট্র মন্ত্রনালয়ের মুখপাত্র খোংছুয়ান ২৬ তারিখে পেইচিংয়ে সংবাদ সম্মেলনে বলেছেন , শাংহাই সহযোগিতা সংস্থা অন্যান্য দেশ ও অঞ্চলের সংগে সহযোগিতা আর আদান প্রদান চালানোর বিষয়ে ইতিবাচক মনোভাব অবলম্বন করে ।
তিনি বলেছেন , শাংহাই সহযোগিতা সংস্থা বরাবরই ইতিবাচক মনোভাব অবলম্বন করে অন্যান্য দেশ ও অঞ্চলের সংগে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক উন্নয়ন করে এবং আসিয়ান সহ সংস্থাগুলোর সংগে সমঝোতা স্মারকলিপি স্বাক্ষর করেছে । তিনি বলেছেন , চীন পক্ষ লক্ষ্য করেছে যে , শাংহাই সহযোগিতা সংস্থার সংগে সহযোগিতা চালানোর ইচ্ছা কতকগুলো দেশের আছে এবং তারা এই সংস্থার পর্যবেক্ষক হবার আশা প্রকাশ করেছে । চীন পক্ষ আশা করে যে , বিভিন্ন সদস্য দেশ এই সংস্থার আলোচ্যসূচী অনুসারে যথাশীঘ্রই সংশ্লিষ্ট বিষয়ে সংলাপের মাধ্যমে মতৈক্যে পৌঁছুবে ।
|