পাকিস্তানের প্রেসিডেণ্ট মুশাররাফ ২৬ মে ইসলামাবাদে সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক দায়িত্বশীল ব্যক্তি উপপররাষ্ট্র মন্ত্রী ক্রিস্টিনা রোকার সঙ্গে সাক্ষাত করেছেন।
বৈঠককালে, দু'পক্ষ পাক-মার্কিন প্রতিরক্ষা সহযোগিতা, আন্তর্জাতিক সন্ত্রাস দমন, পাক-ভারত শান্তি প্রক্রিয়া, আফগানিস্তান ও ইরাকের পরিস্থিতি ইত্যাদি আন্তর্জাতিক ও আঞ্চলিক ব্যাপারে মত বিনিময় করেছেন। দু'পক্ষ সন্ত্রাস দমনের সহযোগিতা অব্যাহতভাবে জোরদারে একমত হয়েছে।
মুশাররাফ পাক-ভারত বৈঠক ও সম্প্রতি তাঁর ভারত সফরের বিস্তারিত অবস্থা রোকারকে অবহিত করেছেন। তিনি বলেছেন, আঞ্চলিক শান্তি বাস্তবায়নের জন্য কাশ্মির সমস্যা-সহ পাক-ভারত সমস্যা সমাধান করতে হবে।
২৫ মে রোকা ইসলামাবাদে পৌঁছে তিন দিনব্যাপী পাকিস্তান সফর শুরু করেছেন।
|