চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র খোং ছুয়েন ২৬ তারিখে পেইচিংয়ে বলেছেন, "আন্তর্জাতিক স্বাস্থ্য নিয়মবিধি " বাস্তবায়নের কর্তা হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সার্বভৌম সদস্য দেশগুলো ।
নতুন গৃহিত এই নিয়মবিধির সর্বক্ষেত্রে প্রযোজ্য নীতি ভবিষ্যতে তাইওয়ানের বিশ্ব স্বাস্থ্য সংস্থার তত্পরতায় অংশ নেয়ার জন্য আইনগত ভিত্তি স্থাপন করেছে কি না --সংবাদদাতার এই প্রশ্নের উত্তরে মুখপাত্র খোং উপরোক্ত কথা বলেছেন ।
তিনি বলেছেন নতুন সংশোধিত নিয়মবিধি অবশেষে গৃহিত হয়েছে , তাতে চীন আনন্দিত। এই নতুন নিয়মবিধি বিশ্বের স্বাস্থ্য ব্যবস্থা গঠন ত্বরান্বিত করা এবং বিশ্বের বিভিন্ন দেশের জনগণের স্বাস্থ্য ও জীবন সুরক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ।
|