v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-05-26 17:56:35    
চীনের অর্থনীতি বিষয়ক ব্যতিক্রমধমী শীর্ষ সম্মেলন

cri
    চীনের আন্তর্জাতিক হাই-টেক মেলার প্রধান তত্পরতা হিসেবে, দু'দিন ব্যাপী "চীনের অর্থনীতি বিষয়ক শীর্ষ সম্মেলন" ২৪ মে পেইচিং-এ আয়োজিত হয়েছে। বহু দেশের সংশ্লিষ্ট নেতা, আন্তর্জাতিক অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রের প্রধান, দেশ-বিদেশের সুবিখ্যাত বিশেষজ্ঞ, নোবেল পুরস্কার-বিজয়ী অর্থনীতিবিদ , সেরা শক্তিশালী শিল্পসংস্থার সি.ই.ও, পুঁজি বিনিয়োগ সংস্থার প্রধান প্রমুখ সামষ্টিক ও ব্যষ্টিক দৃষ্টিকোন থেকে ২০০৫ সালে চীনের অর্থনৈতিক গুরুত্বপূর্ন বিষয়াদি নিয়ে আলোচনা করেছেন।

    ২০০৫ সালে চীনের অর্থনীতি বিষয়ক শীর্ষ সম্মেলন ১৫টি বিশেষ পর্যলোচনা সভা, গোল-টেবিল সংলাপ ও বিশেষ প্রঞ্জাপন ইত্যাদি পর্যায়ে বিভক্ত। উল্লেখযোগ্য, তিনটি বৃহত আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তা, তিনজন নোবেল পুরস্কারবিজয়ী অর্থনীতিবিদ এবং আটটি বড় বিদেশী স্টক এক্সচেঞ্জের প্রধানরা বোর্স এই সম্মেলনে মিলিত হয়েছেন। এমন অবস্থা আন্তর্জাতিক হাই-টেক মেলার ইতিহাসে অভূতপূর্ব।

    বৃহত আন্তর্জাতিক সংস্থার তিনজন কর্মকর্তা যেমন বিশ্ব বাণিজ্য সংস্থার উপ-মহাপরিচালক কিপকোরির আলী আজাদ রানা, জাতি সংঘের শিল্প উন্নয়ন সংস্থার মহা-পরিচালক কার্লোস মাগারিনোস, বিশ্ব শক্তিসম্পদ পরিষদের মহাসচিব জেরাল্ড দৌসেট সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে ভাষণ দিয়েছেন।

    "চীনের অর্থনৈতিক বৃদ্ধি ও অবিরাম উন্নয়ন" নামক গোল-টেবিল সংলাপে তিনজন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ জন নাশ(১৯৯৪), জ্যামস মাল্যেস(১৯৯৬) ও ইউরোর জনক রবার্ট মুন্ডেল (১৯৯৯) চীনের সুবিখ্যাত অর্থনীতিবিদ থাং মিন, থাও তুং ও লি তাও খুই আলোচনা করেছেন। দেশী-বিদেশী বিখ্যাত অর্থনীতিবিদদের মত বিনিময় চীনের অর্থনীতির পরিবর্তন সম্পর্কিত বিবেচনার উপর সৃজনশীল প্রভাব ফেলেছে। তাঁদের মধ্যে এশীয় উন্নয়ন ব্যাংকের উপ-প্রধান প্রতিনিধি থাং মিন জোর দিয়ে বলেছেন যে, এশিয়ার নিকটবর্তী দেশগুলোর সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা জোরদার করা চীনের অর্থনৈতিক-বৃদ্ধি ও অবিরাম উন্নয়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ।