মার্কিন পররাষ্ট্র মন্ত্রনালোয়ের মুখপাত্র রিচার্ড বৌচার ২৫ মে ওয়াশিংটনে সংবাদ সম্মেলনে জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্র অব্যাহতভাবে ইউয়ের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা চালিয়ে ইরানের পারমাণবিক সমস্যা সমাধান করার প্রচেষ্টা সমর্থন করবে।
রিচার্ড বৌচার সুইজালান্ডের জিনেভায় ইরানের পারমাণবিক সমস্যা সম্পর্কে ইরানের সঙ্গে জার্মানী,ফ্রান্স ও ব্রিটেনের আলোচনার ফলাফলের উপর মন্তব্য প্রকাশ করতে অস্বীকার করেছেন। তিনি আরো বলেছেন, মার্কিন এবং ইউ এই মত পোষন করে যে ইরানের ইউরেনিয়ম ঘনীভূত করনের পরিকল্পনা বন্ধ করতে হবে।
ফ্রান্স, জার্মানী ব্রিটেন ও ইরানের প্রতিনিধিরা ২৫ মে সুইজালান্ডের জিনেভায় বৈঠব করেছেন, বৈঠক শেষে দু'পক্ষ বলেছে, ইরানের পারমাণবিক সমস্যা সংক্রান্ত আলোচনা চালতে থাকবে।
|