মার্কিন হোওয়াইট হাউসের মুখপাত্র স্কোট ম্যাকলেল্লান ২৫ মে ওয়াশিংটনে একটি সংবাদ সম্মেলনে বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ফিলিস্তিনের জাতীয় ক্ষমতা সংস্থার চেয়ারম্যান আব্বাস আর ফিলিস্তিনী জনগণকে সমর্থন করার প্রচেষ্টা চালাবে এবং ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় সাহায্য দেবে।
তিনি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট বুশ ২৬ মে আব্বাসের সঙ্গে সাক্ষাত্ করবেন। দু'পক্ষ মধ্য-প্রাচ্যের শান্তি বাস্তবায়ন করা আর ফিলিস্তিন প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের সাহায্য দেয়া নিয়ে আলোচনা করবে। তিনি আরো বলেছেন, ফিলিস্তিন ও ইস্রাইলের নিষ্ঠার সঙ্গে মধ্য-প্রাচ্য শান্তি রোড-ম্যাপ পরিকল্পনায় নির্ধারিত দায়িত্ব আর কর্তব্য পালন করা খুবই গুরুত্বপূর্ণ ।এটি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্য বাস্তবায়নের ভিত্তি।
তিনি আরো বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ফিলিস্তিনের নিরাপত্তা বাহিনীর সংস্কারে সাহায্য দিতে শুরু করেছে এবং ফিলিস্তিন পক্ষকে অর্থনৈতিক সাহায্য দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ফিলিস্তিন পক্ষকে সংস্কার চালাতে তাগিদ দেবে।
|