চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিটির উপ-প্রধান জাং কুও পাও ২৪ মে পেইচিংয়ে বলেছেন, কিছু লোক চীনের চাহিদা বৃদ্ধির কারণে বিশ্বে তেলের দাম বেড়েছে বলে অভিযোগ করছে এবং তথাকথিত চীনের হুমকি তত্ত্ব প্রচার করছে, তাদের আসল উদ্দেশ্য লক্ষ্য হলো চীনকে অন্যান্য দেশের কাছ থেকে শক্তি সম্পদ অর্জনে বাধা দেয়া।
চীনের শক্তি সম্পদ বিষয়ক শীর্ষ সম্মেলনে জাং কুও পাও বলেছেন, চীনের শক্তি সম্পদের গড়পড়তা ব্যবহারের পরিমান শুধু যুক্তরাষ্ট্রের এক সপ্তমাংশ, এবং জাপান, দক্ষিণ কোরিয়া, জার্মানি ও ফ্রান্স ইত্যাদি দেশেরও পেছনে রয়েছে। তাছাড়া, গত বছরে চীনের আমদানিকৃত তেলের পরিমান ছিল শুধু ১২কোটি টন, তা বিশ্বের তেলের ব্যবসার মধ্য ৭ শতাংশ মাত্র।
তিনি আরো বলেছেন, চীন একটি বৃহত শক্তি সম্পদ ব্যবহারকারী রাষ্ট্র হলেও একই সাথে চীন বৃহত শক্তি সম্পদ উত্পাদক রাষ্ট্রও বটে। গত বছরে চীনের শক্তি সম্পদের মোট উত্পাদন পরিমান বিশ্বের মোট উত্পাদন পরিমানের ১১ শতাংশ, যা বিশ্বের তৃতীয় স্থানে রয়েছে।
তিনি আরো বলেছেন, ভবিষ্যতে চীন তার শক্তি সম্পদ শিল্পকে আরো দ্রুত উন্নত করবে, যাতে চীনের অর্থনীতির বিকাশের চাহিদা মেটানো হয়।
|