২৫ মে সিনহুয়া বার্তাসংস্থার খবরে প্রকাশ: সম্প্রতি চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরো সূত্রে জানা গেছে, চলতি বছরের প্রথম তিন মাসে চীনের জি ডি পি গত বছরের অনুরূপ সময়পর্বের চেয়ে ৯.৪ শতাংশ বেড়েছে।
এর আগেও জাতীয় পরিসংখ্যান ব্যুরো পৃকাশিত প্রাথমিক পরিসংখ্যানে এই বৃদ্ধি হার ছিল ৯.৫ শতাংশ । এবার আরও বিস্তারিতভাবে পরীক্ষা করে দেখা এবং পুংক্ষানুপুংক্ষভাবে হিসাব করার পর প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যানে দেখা গেছে , বৃদ্ধি হার ০.১ শতাংশ কমে ৯.৪ শতাংশ হয়েছে ।
|