চীন -রাশিয়া মৈত্রী,শান্তি ও উন্নয়ন কমিটির ষষ্ঠ পূর্ণাঙ্গ অধিবেশন ২৫ মে মস্কোয় অনুষ্ঠিত হয়েছে । এই উপলক্ষে চীনের প্রেসিডেণ্ট হু চিনথাও এবং রাশিয়ার প্রেসিডেণ্ট পুটিন পূর্ণাঙ্গ অধিবেশনের কাছে অভিনন্দন বাণী পাঠিয়েছেন ।
বাণিটিতে হু চিনথাও কমিটি প্রতিষ্ঠার পর ৮ বছরে কমিটিটির সম্পন্ন প্রচুর কাজকর্মের উচ্চপর্যায়ের মূল্যায়ণ করেছেন । তিনি বলেছেন, চীন-রাশিয়া রণনৈতিক সহযোগিতামূলক অংশিদারী সম্পর্ক সুগভীরে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দুদেশের সমাজের সকল মহলের সক্রীয় সমর্থন আর ব্যাপক অংশগ্রহণ প্রয়োজন । এই কমিটির উচিত দুদেশের জনগণের মধ্যে আদানপ্রদান ত্বরান্বিত করা এবং দুদেশের সম্পর্কের সামাজিক ভিত্তি জোরদার করার ব্যাপারে আরও বেশী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা ।
পুটিন তাঁর বাণীতে বলেছেন, কমিটি প্রতিষ্ঠার পর তা বরাবরই দুদেশের বেসরকারী আদানপ্রদান ও যোগাযোগের কার্যকর উপায় ।
এবারকার অধিবেশনে অংশগ্রহণকারী চীন আর রাশিয়ার সদস্যরা " চীন-রাশিয়া সুপ্রতিবেশী মৈত্রী ও সহযোগিতা চুক্তি" বাস্তবায়নের কর্মসুচি নিয়ে আলোচনা করেছেন এবং কমিটির ২০০৫ সালের পরিকল্পনা অনুমোদন করেছেন ।
|