|
|
(GMT+08:00)
2005-05-25 19:22:18
|
চীন হাই টেক শিল্পের আন্তর্জাতিক প্রতিদ্বন্দ্বি শক্তি বাড়ানোর প্রয়াস চালাবে
cri
সম্প্রতি চীনের বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যা সমিতির ভাইস চেয়ারম্যান তেং নান বলেছেন , চীনের হাই টেক শিল্পের আন্তর্জাতিক প্রতিদ্বন্দ্বি শক্তি বাড়ানোর জন্য চীন নিজের সৃজন শক্তি বাড়ানোর চেষ্টা করবে । ২৫ মে অষ্টম পেইচিং আন্তর্জাতিক বিজ্ঞান ও প্রযুক্তি মেলার হাই টেক শিল্প সংক্রান্ত ফোরামে ভাইস চেয়ারম্যান তেং নানের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে সিনহুয়া বার্তা সংস্থার একটি খবরে বলা হয়েছে , বর্তমানে চীনের হাইটেক শিল্পের সৃজন শক্তি ও প্রতিদ্বন্দ্বি শক্তি দুর্বল , চীনের হাইটেক শিল্পপ্রতিষ্ঠানগুলো প্রধানতঃ বিদেশ থেকে আমদানি করা সরঞ্জামের উপর নির্ভর করছে , নিজের উন্নত মানের পন্য ও প্রযুক্তি কম । পরবর্তীকালে হাই টেক শিল্পের আন্তর্জাতিক প্রতিদ্বন্দ্বি শক্তি বাড়ানোর জন্য চীন নিজের সৃজন শক্তি বাড়ানোর চেষ্টা করবে , আন্তর্জাতিক সহযোগিতা বাড়াবে এবং হাই টেক শিল্পের যোগ্যকর্মী প্রশিক্ষনের কাজ জোরদার করবে ।
|
|
|