২৫ মে মার্কিন যুক্তরাষ্ট্রের উপপররাষ্ট্রমন্ত্রী কৃষ্টিনা রোকা ইসলামাবাদ পৌছে পাকিস্তানে তার তিন দিন ব্যাপীসফর শুরু করেছেন ।
সফরকালে কৃষ্টিনা রোকা পাকিস্তানের প্রেসিডেন্ট পার্ভেজ মুশারাফ , প্রধানমন্ত্রী শওকত আজিজ , পররাষ্ট্রমন্ত্রী খুরশিদ কাসুরির সঙ্গে বৈঠক করবেন। তারা দ্বিপাক্ষিক সম্পর্ক , সন্ত্রাসদমনে পাকিস্তানের ভুমিকা , পাক-ভারত শান্তি প্রক্রিয়া , পাকিস্তানের কাছে যুক্তরাষ্ট্রের সামরিক সরঞ্জাম সরবরাহ , কিউবার গুয়ানতানামো মার্কিন সামরিক ঘাঁটির সৈন্যদের কোরান অবমাননা ইত্যাদি দ্বিপাক্ষিক , আন্তর্জাতিক ও আঞ্চলিক ব্যাপারাদি নিয়ে মতবিনিময় করবেন ।
|