ইণ্টারন্যাশনাল প্রেস ইনস্টিটিউটের ৫৪তম বার্ষিক অধিবেশন ২৪ মে নাইরোবিতে শেষ হয়েছে । অধিবেশনে অংশগ্রহণকারীরা অভিযোগ করে বলেছেন, পাশচাত্য সংবাদমাধ্যম আফ্রিকা ও ইসলামী জগতের খবরাখবর বিকৃতরূপে প্রচার করছে , তাদের প্রচারিত অনেক খবর অবাস্তব এবং ন্যায্য-দৃষ্টিভঙ্গী-বর্জিত ।
রুয়াণ্ডার প্রেসিডেণ্ট কাগামে অধিবেশনটিতে বলেছেন, পাশচাত্য সংবাদমাধ্যমের প্রচারিত খবরে, আফ্রিকা হলো একটি "মহামারির প্রকোপ-দুর্গত, ঘন ঘন সংঘর্ষ-কবলিত একটি বিশৃংখল অঞ্চল" । তাতে বহির্বিশ্বে আফ্রিকার ভাবমূর্তি নেতিবাচকভাবে তুলে ধরা হয়, এবং আফ্রিকায় বিদেশীদের প্রত্যক্ষ পুঁজিবিনিয়োগে অন্তরায় সৃষ্টি হয় ।
কেনিয়ার প্রেসিডেণ্ট কিবাকি জোর দিয়ে বলেছেন, পাশ্চাত্য সংবাদ-মাধ্যমের উচিত আফ্রিকার ইতিবাচক পরিবর্তন প্রচারের ওপর গুরুত্ব দেয়া, যেমন আফ্রিকার অর্থনৈতিক উন্নয়ন, এইডজ রোগ প্রতিরোধ, দুর্নীতি দমন, মানবাধিকারের উন্নয়ন এবং আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে বিরোধ নিরসন ইত্যাদি সাফল্যের খবর প্রচার করা উচিত ।
বাগদাদস্থ জাতিসংঘের কার্যালয়ের সাবেক মুখপাত্র সালিম লোনে অভিযোগ করে বলেছেন, পাশ্চাত্যের কিছু সংবাদ-মাধ্যম পাশচাত্য আর ইসলামী দেশের মধ্যকার মতভেদ অতিরঞ্জিত করে প্রচার করছে।
|