পেইচিং মহানগরের উন্নয়ন ও সংস্কার কমিটির কর্মকর্তা লিউ ইংছুন ২৫ মে পেইচিংয়ে বলেছেন, পেইচিং মহানগর শক্তিসম্পদ সঞ্চয়ের ওপর অগ্রাধিকার দেয়ার নীতি কার্যকরী করবে এবং শক্তিসঞ্চয় ধাঁচের শহরে পরিণত হবে।
তিনি বলেছেন, পেইচিংয়ের শক্তিসম্পদের অভাব, কিন্তু এর চাহিদা দ্রুতই বাড়ছে, তাই সারা শহরে শক্তিসম্পদ বাঁচানোর নীতি চালু করতে হবে । তিনি জানিয়েছেন, পেইচিংয়ে নির্মাণশিল্পে শক্তি সঞ্চয়- ধাঁচের নানা ব্যবস্থা,সরঞ্জাম আর নির্মাণ-সামগ্রী প্রয়োগ করা হবে । পাবলিক স্থাপনাগুলোতে শক্তিসঞ্চয়ের আনুষ্ঠানিক মানদণ্ডও ব্যাপকভাবে ব্যবহার করা হবে , এর সঙ্গে সঙ্গে " পুনর্ব্যবহার্য শক্তি", যেমন সৌরশক্তি, বায়ুশক্তি ইত্যাদি বেশি বেশি ব্যবহার করা হবে।
|