চীনের জাতীয় গণ কংগ্রেসের স্ট্যানডিং কমিটির চেয়ারমান উ পাংকুও ২৫ মে অস্ট্রেলিয়ায় আনুষ্ঠানিক মৈত্রী সফর সাফল্যের সঙ্গে শেষ করে নিউজিল্যান্ড সফরে গেছেন।
অস্ট্রেলিয়া সফর কালে, উ পাংকুও পের্থ, কাইনস, সিডনি, ক্যানবেরা প্রভৃতি অস্ট্রেলিয়ার চারটি গুরুত্বপূর্ণ শহর সফর করে আলাদা আলাদাভাবে অস্ট্রেলিয়ার গর্ভণর জেনারেল জেফেরি , প্রধান মন্ত্রী হোহুয়ার্ড , সিনিটের সপীকার কারফুড প্রমুখ সরকার ও কংগ্রেসের নেতা এবং কিছু সংখ্যক স্থানীয় নেতাদের সঙ্গে সাক্ষাত্ করেছেন। তাছাড়া, উ পাংকুও চীন-অস্ট্রেলিয়ার অর্থনৈতিক বানিজ্যিক সহযোগিতা ফোরামের উদ্ধোধনী অনুষ্ঠানে ভাষন দিয়েছেন এবং চীন-অস্ট্রেলিয়ার অর্থনৈতিক ও বানিজ্যিক সহযোগিতার সম্প্রসারণ সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রস্তাব দিয়েছেন।
উ পাংকুওয়ের অস্ট্রেলিয়া সফর কালে, চীন ও অস্ট্রেলিয়া দু'পক্ষের অবাধ বানিজ্য চুক্তি নিয়ে প্রথম দফা বৈঠক আনুষ্ঠানিকভাবে শুরু করেছে।এটা দুদেশের অর্থনৈতিক বানিজ্য সহযোগিতার আরো বিশাল সম্ভাবনা ডেকে আনবে।
উল্লেখ্য: অস্ট্রেলিয়া সফরের আগে চেয়ারমান উ পাংকুও সিংগাপুরও সফর করেছেন।
|