প্রেম সম্পর্কিত জনপ্রিয় চীনা গান আমরা এ পর্যন্ততিন মাস প্রচার করেছি । তাই , এ সম্বন্ধে আপনাদের মতামত থাকলে চিঠি বা ইমেলের মাধ্যমে আমাদের বলবেন আশা করি। আশা করি , যত তাড়াতাড়ী সম্ভব আপনাদের তথ্য পাবো । যদি আপনারা চিঠি পাঠাবেন , দয়া করে খামের ওপর "সংগীতের চীন" লিখবেন ।
আজকের অনুষ্ঠানে আমি আপনাদের জন্যে চীনের গায়ক ওয়েন চাং-য়ের গা ওয়া লাল সীম নামে একটি গান উপহার দেবো । দক্ষিণ চীনে এই সীম খুবই বেশী । চীনা জাগণের চোখে এর অর্থ হলো , প্রেমিক-প্রেমিকা পরষ্পরকে পাত্তয়ার বাসনা। তাই , এই গানে প্রেমিক-প্রেমিকার মিষ্টি অনুভূতি প্রকাশিত হয় ।
গানের অর্থ হলো:
মাঝে মাঝে মনে হয়,
হয়তো আমাদের প্রেম শেষ হবে ,
তাই , আমি আমাদের মিষ্টি সময়কে গুরুত্ব দেই
বিরহের সময়
আমরা স্পষ্টভাবে পরষ্পরকে না-পারার কষ্ট বুঝেছি ।
বিরহের স্বাদ খুব তিতো !
আমার প্রিয় বন্ধুরা , সত্যিই মিস্ করার স্বাদ্ খুব তিতো । আমি আন্তরিক আশা করি , আপনারা প্রতিদিন মিষ্টি স্বাদউপভোগ করবেন এবং আপনাদের প্রত্যেকের সুন্দর প্রেম আছে ।
|