সপ্তম পারমাণবিক অস্ত্র অবিস্তার চুক্তির যাচাই সম্মেলন ২৭ মে সমাপ্ত হওয়ার কথা । তবে সম্মেলনের অংশগ্রহণকারীরা পারমাণবিক নিরস্ত্রকরণ , পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ এবং মধ্য-প্রাচ্যের পারমাণবিক অস্ত্রমুক্ত এলাকা ইত্যাদি বিষয়ে গুরুতরভাবে মতানৈক্য থাকায় , এই খবর পাওয়া পর্যন্ত চূড়ান্ত খসড়া চুক্তি সম্পর্কে সম্মেলনের প্রধান প্রধান কমিশন এক মত হয় নি ।
সম্মেলনে অংশগ্রহণকারী কূটনৈতিক কর্মকর্তারা ২৪ মে জানিয়েছেন , ১৯ তারিখ থেকে সম্মেলনের তিনটি প্রধান কমিশন পারমাণবিক নিরস্ত্রকরণ , পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ এবং শান্তিমূলকভাবে পারমাণবিক শক্তি ব্যবহার পারমাণবিক অস্ত্রের অবিস্তার চুক্তির এই তিনটি লক্ষ্যের বাস্তবায়ন যাচাই করতে শুরু করেছে । বর্তমানে বিভিন্ন কমিশন চূড়ান্ত খসড়া চুক্তি নিয়ে পরামর্শ করছে । খসড়া চুক্তিতে আবার বলা হয়েছে যে , পূর্ববর্তী দুটি সম্মেলনে পারমাণবিক অস্ত্রধারী দেশুগুলোর পারমাণবিক নিরস্ত্রকরণের প্রতিশ্রুতি পালন করতে হবে , কিন্তু যুক্তরাষ্ট্র তার বিরোধীতা করে । খসড়া চুক্তিতে মধ্য-প্রাচ্যের পারমাণবিক মুক্ত এলাকার প্রতিষ্ঠা ত্বরান্বিত করার যে পদক্ষেপের কথা বলা হয়েছে , যুক্তরাষ্ট্র তারও বিরোধীতা করে । তাই বর্তমানে বিভিন্ন কমিশন চূড়ান্ত খসড়া চুক্তি সম্পর্ক একমত হয় নি ।
|