২৪ তারিখে যুক্তরাষ্ট্র সফররত ইস্রাইলের প্রধানমন্ত্রী আরেল শ্যারন বলেছেন, ইস্রাইলের নিরাপত্তা হুমকিগ্রস্থ না হওয়ার অবস্থায় তিনি ফিলিস্তিনী জাতীয় ক্ষমতা সংস্থার চেয়ারম্যান মোহম্মদ আব্বাসের সঙ্গে সহযোগিতা চালাবেন ।
এই.পির খবর থেকে জানা গেছে, একইদিনে শ্যারন ওয়াশিংটেনের " মার্কিন-ইস্রাইল পাবলিক বিষয় কমিটির উদ্দেশ্যেভাষণ দেওয়ার সময়ে বলেছেন, নিরাপত্তার ব্যাপারে ইস্রাইল কোনো ছাড় দেবে না । এর সঙ্গে সঙ্গে তিনি আব্বাসকে ফিলিস্তিনী সশস্ত্র ব্যক্তিদের উপর আঘাত হানার ব্যবস্থা নিতে তাগিদ দিয়েছেন ।
অন্য খবর থেকে জানা গেছে, ৪০০জন ফিলিস্তিনী বন্দীকে মুক্তি দেয়ার জন্য, তিনি স্বদেশের ফিরে যাওয়ার পর ক্যাবিনেটের সমর্থন অন্বেষণের প্রতিশ্রুতিও দিয়েছেন ।
|