চীনের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক, প্রেসিডেন্ট হু চিন থাও ২৪ মে বেইজিংয়ে দক্ষিণ কোরিয়ার মহা জাতীয় পার্টির প্রতিনিধি পার্ক গেন হায়ের সঙ্গে সাক্ষাত্ করেছেন। হু চিন থাও বলেছেন, চীন পক্ষ দক্ষিণ কোরিয়ার সঙ্গে রাজনৈতিক পার্টির আদান-প্রদান সহ দু'দেশের বিভিন্ন ক্ষেত্রের আদান-প্রদান এবং সহযোগিতা জোরদার করা, মিলিতভাবে চীন ও দক্ষিণ কোরিয়ার সার্বিক সহযোগিতার অংশীদারিত্বের সম্পর্ক স্থিতিশীল ও গভীরভাবে উন্নয়ন ত্বরান্বিত করতে ইচ্ছুক।
হু চিন থাও বলেছেন, চীনের কমিউনিস্ট পার্টি এবং চীন সরকার চীন-দক্ষিণ কোরিয়া সম্পর্কের উপর উচ্চ মানের গুরুত্ব দেয়। দু'দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ১৩ বছরে দু'পক্ষ সার্বিক পরিস্থিতির ভিত্তিতে সুদূর ভবিষ্যত বিবেচনা করে অব্যাহতভাবে দ্বিপাক্ষীক সম্পর্ক গভীরতর করেছে, পারস্পরিক উপকারিতামূলক সহযোগিতা সম্প্রসারণ করেছে, এবং লক্ষ্যণীয় সাফল্য অর্জন করেছে।
পার্ক গেন হায় বলেছেন, দক্ষিণ কোরিয়া-চীন কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর দু'দেশের সম্পর্ক দ্রুতই উন্নত হয়েছে। দক্ষিণ কোরিয়ার মহা জাতীয় পার্টি দেশের উন্নয়ন অর্জনে নেতৃত্বদানের ক্ষেত্রে চীনের কমিউনিস্ট পার্টির দেখানো অতুলনীয় প্রশাসনিক সামর্থ্যের প্রশংসা করে, চীনের সংস্কার ও মুক্তদ্বার কর্মসূচীতে অর্জিত বিরাট সাফল্য শ্রদ্ধা করে।
|