জর্জিয়ার গণমাধ্যমের খবরে জানা গেছে, জর্জিয়া ও রাশিয়ার প্রতিনিধি দলের প্রধান ২৩ তারিখে জর্জিয়ার রাজধানী টিবিলিসে বলেছেন, জর্জিয়াস রুশ সামরিক ঘাঁটি প্রত্যাহার সম্পর্কিত আলোচনায় অগ্রগতি অর্জিত হয়েছে, সংলাপ ২৪ তারিখে অব্যাহতভাবে চলছিল।
রাশিয়ার প্রতিনিধি দলের প্রধান ইগর সাভোলসকি বলেছেন, সেদিন আলোচনায়, দু'পক্ষ বহু সমস্যায় একই মতাধিষ্ঠান পোষণ করেছে। তিনি আবার জোর দিয়ে বলেছেন, রাশিয়া পক্ষ আশা করে ২০০৮ সালের মাধ্যে বাটুমি ও আখালকালাকি থেকে রুশ ঘাঁটি প্রত্যাহার সম্পন্ন হবে।
জর্জিয়ার প্রতিনিধি দলের প্রধান জর্জিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী আনটাডজে বলেছেন, আরো মতবিরোধ থাকলেও দু'পক্ষের অধিষ্ঠান সুষ্ঠুভাবে কাছাকাছি হচ্ছে।
খবরে জানা গেছে, জর্জিয়া ও রাশিয়ার বিশেষজ্ঞ পর্যায়ের সংলাপ ২৪ তারিখে শেষ হয়েছে। এরপর, সংলাপ আরো উঁচু পর্যায়ে উন্নীত হবে।
|