চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র খোং ছুয়েন ২৪ মে পেইচিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে বলেছেন, চীন জাপানী নেতাদের ইয়াসুকুনি সমাধিতে শ্রদ্ধাতর্পণের বিরোধী । চীন আশা করে: জাপান চীনের সঙ্গে মিলিত প্রচেষ্টা চালিয়ে দুদেশের সম্পর্ক সুষ্ঠু ও স্থিতিশীলভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে ।
তিনি বলেছেন, এবছর চীনা জনগণের জাপানী আগ্রাসন প্রতিরোধ যুদ্ধের ৬০তম বিজয় বার্ষিকী, এমন সময়ে যুদ্ধাপরাধীদের এই সমাধিতে শ্রদ্ধাতর্পণ প্রসংগে জাপানের নেতারা পর পর দুদেশের সম্পর্কের প্রতিকূল বক্তব্য প্রকাশ করে চলেছেন।, এতে আমাদের আশংকা এই যে , জাপান সত্যই শান্তির পথে যাবে কিনা।
তিনি বলেছেন, চীন-জাপান সম্পর্কে বিদ্যমান সমস্যার মতবিনিময়ের মাধ্যমে সমাধান করা উচিত , সেজন্য চীন বরাবরই জাপানের সঙ্গে যোগাযোগ বজায রাখছে । এপ্রিল মাসে চীনা প্রেসিডেণ্ট হু চিনথাও জাপানের প্রধানমন্ত্রি কইজুমির সংগে সাক্ষাত করার সময়ে দুদেশের সম্পর্ক উন্নয়নের জন্য ৫টি প্রস্তাব দিয়েছেন এবং কইজুমির কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছেন । চীন আশা করে, দুপক্ষ এই ৫টি প্রস্তাববাস্তবায়নের মিলিত প্রয়াস চালাবে এবং দুদেশের সম্পর্ক সুষ্ঠু ও স্থিতিশীল উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাবে ।
|