২৪ তারিখে চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র খোং ছুয়েন পেইচিংয়ে বলেছেন, চীন পক্ষ আশা করে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে পরামর্শের মাধ্যমে বস্ত্রবাণিজ্য বিরোধ সমাধান করা যাবে।
তিনি সংবাদদাতাদের সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দেয়ার সময় বলেছেন, সম্প্রতি চীন ও ইউরোপীয় ইউনিয়নের বস্ত্রবাণিজ্য সমস্যা পরামর্শ বন্ধ হয় নি, দু'পক্ষ যথাযথভাবে এ সমস্যা সমাধান করার আশা প্রকাশ করেছে। চীন পক্ষ আশা করে অধিকতর আদান-প্রদান চলবে, যাতে দু'পক্ষের আর্থ-বাণিজ্যিক সম্পর্ক সুষ্ঠুভাবে উন্নত এবং অব্যাহতভাবে সম্প্রসারিত হয়।
|