v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-05-24 19:45:18    
চীন সরকার ব্যবস্থা নিয়ে ব্যাপকভাবে স্বতন্ত্র আবিস্কারের ক্ষমতা বাড়াবে

cri
    এই সপ্তাহে পেইচিংয়ে আন্তর্জাতিক বিজ্ঞান আর প্রযুক্তি মেলা চলছে । চীনের উপ-প্রধান মন্ত্রী হুই লিয়ান ইউ ২৪ তারিখে মেলায় বক্তৃতা দেয়ার সময় বলেছেন , প্রযুক্তিগত আবিস্কার একটি দেশের উন্নয়ন সমর্থনকারী ভিত্তি । চীন সরকার বলিষ্ঠ ব্যবস্থা নিয়ে ব্যাপকভাবে স্বতন্ত্র আবিস্কারের ক্ষমতা উন্নত করবে এবং চীনের সার্বিক, সমন্বিত আর টেকসই আর্থ-সামাজিক উন্নতি তরান্বিত করবে ।

    চীন সরকার দেশের উন্নয়নে বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত অগ্রগতির ভূমিকার ওপর অত্যন্ত গুরুত্ব দিচ্ছে , স্পষ্টভাষায় বিজ্ঞান ও শিক্ষার মাধ্যমে দেশকে চাঙ্গা করে তোলার রণনীতি উপস্থাপন করেছে এবং বৈজ্ঞানিক আর প্রযুক্তিগত অগ্রগতি ও আবিস্কারকে উত্পাদন শক্তিতে রূপান্তরের লক্ষে বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সাফল্য সম্প্রসারিত করবে । গত কয়েক বছরে চীনে সঙ্কর ধান , মানববাহী নভোযান প্রভৃতি ক্ষেত্রে কতকগুলো ধারাবাহিক লক্ষনীয় বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সাফল্য অর্জিত হয়েছে । বিজ্ঞান আর প্রযুক্তির এই সব গুরুত্বপূর্ণ সাফল্য চীনের আর্থ-সামাজিক উন্নয়ন তরান্বিত করা , চীনের সার্বিক রাষ্ট্রীয় শক্তি বাড়ানো আর জনতার জীবনযাত্রার মান উন্নত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ।

    চীনের উপ-প্রধান মন্ত্রী হুই লিয়াং ইউ ২৪ তারিখে পেইচিংয়ে অনুষ্ঠিত অষ্টম আন্তর্জাতিক বিজ্ঞান আর প্রযুক্তি মেলায় বক্তৃতা দেয়ার সময় বলেছেন , চীন আরো বেশি ব্যবস্থা নিয়ে বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতি তরান্বিত করবে এবং স্বতন্ত্র আবিস্কারের ক্ষমতা উন্নত করবে । তিনি বলেছেন ,

    স্বতন্ত্র আবিস্কারের বর্ধিত ক্ষমতাকে আধুনিকায়ন নির্মানকাজের বিভিন্ন ক্ষেত্র , বিভিন্ন শিল্প , বৃত্তি ও অঞ্চলে কাজে লাগাতে হবে এবং গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আরো বেশি স্বতন্ত্র মেধা সম্পদ অধিকার করতে হবে ।

    বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন তরান্বিত করা আর আবিস্কারের ক্ষমতা বাড়ানোর বিস্তারিত ব্যবস্থা প্রসংগে হুই লিয়াং ইউ বলেছেন , এই কাজের একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো শিল্প প্রতিষ্ঠানভিত্তিক প্রযুক্তিগত আবিস্কারের নতুন ব্যবস্থা গড়ে তোলা , স্বতন্ত্র আবিস্কারের জন্য কল্যানকর কর আর ব্যাংকিং ব্যবস্থার প্রনয়ন ও বাস্তবায়ন করা , প্রযুক্তিগত আবিস্কার খাতে নতুন পুঁজিবিনিয়োগের জন্য শিল্প প্রতিষ্ঠানকে সমর্থন করা , স্বতন্ত্র মেধা-স্বত্ব গুরুত্বপূর্ণ প্রযুক্তি উন্নয়ন করা এবং বিশ্বের প্রসিদ্ধ মার্কার পন্য সৃস্টি করা ।

    জানা গেছে , গত কয়েক বছরে বিজ্ঞান ও প্রযুক্তির খরচ খাতে চীনের অর্থ বরাদ্দ ক্রমাগত বেড়ে গেছে । ২০০৩ সালে বিজ্ঞান ও প্রযুক্তি খাতে চীনের খরচ দেশের অভ্যন্তরীণ জি ডি পির শতকরা ১.৩ ভাগ হয়েছে । এই অনুপাত ছ'বছর আগেকার দ্বিগুণ হয়েছে । চীনের বিজ্ঞান আর প্রযুক্তির উন্নয়ন পরিকল্পনা অনুযায়ী , এবছরের শেষ দিকে চীনের জি ডি পির মধ্যে বিজ্ঞান আর প্রযুক্তি খাতে খরচের অনুপাত শতকরা ১.৫ ভাগেরও বেশি হবে ।

    হুই লিয়ান ইউ জোর দিয়ে আরো বলেছেন , চীন ব্যাপকভাবে বিজ্ঞান ও প্রযুক্তি যোগ্য কর্মীলালন পালন আর আমদানি করবে , কৃতী কর্মী আরো বেশী কাজে লাগানোর ব্যবস্থা নিরন্তর পূর্ণাংগ করবে , বিদেশে বিশ্বের উন্নত মানের বিজ্ঞান আর প্রযুক্তি অধ্যয়নের জন্য অব্যাহতভাবে কৃতী কর্মীদের পাঠাবে , এর সংগে সংগে চীন দেশের গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত প্রকল্পের নির্মানকাজে শ্রেষ্ঠ প্রৌঢ় ও অল্পবয়সী কর্মীকে ব্যাপকভাবে কাজে লাগাবে এবং চীনে বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত প্রকল্পে সহযোগিতা চালাতে বিদেশী বিশেষজ্ঞ ও পন্ডিতদের আকৃষ্ট করার জন্য বিবিধ পদ্ধতি গ্রহণ করবে ।

    স্বতন্ত্র আবিস্কারের কথা জোরালভাবে উল্লেখ করার সংগে সংগে হুই লিয়াং ইউ এই মত প্রকাশ করেছেন , চীন আন্তর্জাতিক আদান প্রদান ও সহযোগিতাও সমর্থন করে । তিনি বলেছেন ,

    আমরা মনে করি যে , ব্যাপক আন্তর্জাতিক সহযোগিতায় প্রকৃতি বিজ্ঞান , মানব তত্ত্ব , সমাজ বিজ্ঞান প্রভৃতি ক্ষেত্রে প্রযুক্তিগত আবিস্কারের ওপর গুরুত্ব দেয়া প্রয়োজন । স্বতন্ত্র আবিস্কারের ক্ষমতা উন্নত করার পথে চীন সরকার বরাবরই বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত আন্তর্জাতিক আদান প্রদানযআর সহযোগিতার ওপর গুরুত্ব দেয় এবং আগের মতো ভবিষ্যতেও তা সামনে এগিয়ে নিয়ে যাবে ।