চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র খোং ছুয়ান ২৪ মে পেইচিংয়ে অনুষ্ঠিত নিয়মিত সংবাদ সম্মেলনে বলেছেন, উজবেকিস্তানের পরিস্থিতি তাড়াতাড়ি স্থিতিশীল হবে বলে চীন আশা করছে।
১২ মে উজবেকিস্তানের আনদিজান শহরে দাঙ্গা-হাঙ্গামা ঘটেছিলো। উজবেকিস্তান সরকার তাড়াতাড়ি ব্যবস্থা নিয়ে ১৩ মে এ দাঙ্গা-হাঙ্গামা থামিয়েছিলো।
সংবাদদাতার প্রশ্নের উত্তরে খোং ছুয়ান বলেছেন, এ ঘটনা উজবেকিস্তানের অভ্যন্তরীণ ব্যাপার। চীন উজবেকিস্তান সরকারের চালানো বিচ্ছিন্নতাবাদী, চরমপন্থী এবং সন্ত্রাসবাদী এ তিনটি শক্তির দমন প্রয়াসকে সমর্থন করে এবং আশা করে যে, উজবেকিস্তানে দাঙ্গা-হাঙ্গামা প্রলম্বিত হবে না। এ অঞ্চলের শান্তি রক্ষারজন্য মধ্য এশিয়ার অন্য দেশের সঙ্গে উজবেকিস্তানের প্রচেষ্টাকে চীন সমর্থন করে এবং এ অঞ্চলের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য চীন যৌথ প্রয়াস চালাবে।
খোং ছুয়ান আরও বলেছেন, উজবেকিস্তানের প্রেসিডেণ্ট ইসলাম কারিমোভ সামনের ২৫ থেকে ২৭ তারিখ পর্যন্ত চীন সফর করবেন। চীন সফরকালে ইসলাম কারিমোভ চীনের প্রেসিডেণ্ট হু চিনথাওয়ের সঙ্গে বৈঠক করবেন এবং প্রধানমন্ত্রী ওয়ান চিয়া পাওয়ের সঙ্গেও সাক্ষাত করবেন।
|