দক্ষিণ কোরিয়ার প্রাক্তণ প্রেসিডেণ্ট কিম দায়ে জুং ২৩ মে টোকিওকতে অনুষ্ঠিত একটি আলোচনা সভায় দেওয়া ভাষণে জাপানের প্রধানমন্ত্রী জুনিচিরো কোইজুমির কাছে ইয়াসুকুনি সমাধিতে শ্রদ্ধাতর্পণ বন্ধ করার জোর দাবী জানিয়েছেন।।
জাপানের কিওদো নিউস সার্ভিস সুত্রে জানা গেছে, ভাষণে কিম দায়ে জুং দক্ষিণ কোরিয়া-জাপান সম্পর্কের ওপর আরেকবার গুরুত্ব আরোপ করেন। তিনি দোকদো দ্বীপ ও ঐতিহাসিক উপলব্ধি ইত্যাদি সমস্যায় জাপানের দুরাচারের তীব্র নিন্দা করেছেন। কিম দায়ে-জুং মনে করেন, ইয়াসুকুনি সমাধিতে জুনিচিরো কোইজুমির শ্রদ্ধাতর্পণ একটি আগ্রমনকে বৈধ রূপ দেওয়ার আচরণ বলে বলা যায়। সেইজন্য তিনি জুনিচিরো কোইজুমির প্রতি ইয়াসুকুনি সমাধিতে শ্রদ্ধাতর্পণ বন্ধ করার উদাত্ত আহ্বান জানিয়েছেন।
সংশ্লিষ্ট জাপানী পক্ষের উত্থাপিত উত্তর কোরিয়ার ওপর শাস্তি দেওয়ার বিষয় প্রসঙ্গে কিম দায়ে জুং মনে করেন, শাস্তি দেওয়ার উপযুক্ত সময় এখনও আসে নি। তিনি আশা করেন, উত্তর কোরিয়া ও জাপানের মধ্যে জাপানী অপহরণের সমস্যা অচিরেই সমাধান করা যাবে, যাতে উত্তর কোরিয়া ও জাপানের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক হতে পারে।
|