২৩ মে একদিনে ইরাকের বিভিন্ন অঞ্চলে চারটি মারাত্মক বিস্ফোরণে প্রায় ২০০ জন হতাহত হয়েছে।
ইরাকের পুলিশ ২৩ মে বলেছে ,উত্তর ইরাকের মোসুর শহরের প্রায় ৮০ কিলোমিটার পশ্চিম দিকে টারাফারে সন্ধ্যায় দুই গাড়ি বোমা বিস্ফোরণে কমপক্ষে ২০ জন নিহত আর ২০ জন আহত হয়েছে।
আটটার দিকে , বাগদার ৩০ কিলোমিটার দক্ষিণ দিকে মাহমুদিয়া জেলায় শিয়া মুসলমানের একটি মসজিদের দরজার সামনে একটি গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত আর ৩০ জন আহত হয়েছে।
তাছাড়া , দুপুরে উত্তর বাগদার একটি রেস্তরাঁয় বোমা বিস্ফোরণে অন্তত ৮ জন নিহত আর ১০০ জন আহত হয়েছে।
ইরাকের সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছ, এপ্রিল মাসের শেষ দিকে ইরাকের অন্তর্বতীকালীন সরকার গঠনের পরে, ইরাকে যুক্তরাষ্ট্র আর সরকার বিরোধী সশস্ত্র ব্যক্তিদের অবিরাম আক্রমনে এই পর্যন্ত ইরাকের সরকারী কর্মকর্তা সহ ৬০০ জনেরও বেশী লোক নিহত হয়েছেন।
|