জাতি সংঘের মহাসচিব কোফি আন্নান ২৩ মে নিউ ইয়োর্কে বলেছেন, লেবানন থেকে সকল সিরীয় সৈন্য ও গোয়েন্দা ব্যক্তি যে প্রত্যাহার করা হয়েছে তা জাতি সংঘের সিরীয় সৈন্য প্রত্যাহার তত্বাবধানের সামরিক বিশেষজ্ঞ দলের রিপোর্টে স্বীকার করা হয়েছে।
কোফি আন্নান একইদিনে একটি সংবাদ সম্মেলনে বলেছেন, তিনি জাতি সংঘের সিরীয় সৈন্য প্রত্যাহার তত্বাবধানের সামরিক বিশেষজ্ঞ দলের রিপোর্ট নিরাপত্তা পরিষদে দাখিল করেছেন।
উল্লেখ্য,জাতি সংঘের সামরিক বিশেষজ্ঞ দল ২৫ এপ্রিল লেবাননে গিয়েছে। বিশেষজ্ঞ দলের সদস্যরা জাতি সংঘের শান্তি রক্ষী বিভাগের।
|