২৩ মে ইতালীর তথ্য মাধ্যমের খবরে প্রকাশ , আফকানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কার্জাইর কাছে ইতালীর প্রেসিডেন্ট কার্ল এজিগলিও সিয়ামপির পাঠানো বানীতে আফগানিস্তানের নিরাপত্তা বিভাগের প্রতি অব্যাহতভাবে প্রচেষ্টা চালিয়ে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে , যাতে অপহৃত ইতালী জিম্মি যথাশিঘ্রই মুক্তি পান ।
জিম্মি উদ্ধারে আফগানিস্তান সরকার যে প্রয়াস চালিয়েছে সিয়ামপি তার জন্য ধন্যবাদ জানিয়েছেন । তিনি বিশ্বাস করেন , আফগানিস্তানের সংশ্লিষ্ট বিভাগের চেষ্টা ও ইতালী পক্ষের সহযোগিতায় অপহৃত ইতালী নারী ক্লেমেনটিনা কানটোনী শিগ্গিরই মুক্তি পাবেন ।
এর আগে , নিজেকে অপহরণকারী হিসেবে ঘোষণা করে টিমোর শাহ বলেছেন , আফকানিস্তান সরকার তাদের দাবি গ্রহণ না করার কারণে তারা ১৯ তারিখ সন্ধ্যায় জিম্মিকে হত্যা করেছে । তবে আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ২২ মে বলেছেন , জিম্মি এখন বেঁচে আছে । ক্লেমেনটিনার মুক্তির জন্য আফগানিস্তান সরকার যথাসাধ্য প্রচেষ্টা চালাচ্ছে ।
|