২৩ তারিখে মার্কিন প্রেসিডেন্ট বুশ হোয়াইট হাউসে ঘোষণা করেছেন যে , তিনি আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কার্জাইর সঙ্গে দু'দেশের রণনৈতিক অংশীদারী সম্পর্ক প্রতিষ্ঠা করা সংক্রান্ত সমঝোতা স্মারকলিপি স্বাক্ষর করেছেন । রাজনীতি, নিরাপত্তা আর অর্থনীতির ক্ষেত্রে অভিন্ন স্বার্থজড়িত বিষয়ে দু'দেশের নিয়মিত উচ্চপর্যায়ের আলোচনা হবে ।
কার্জাইর সঙ্গে বৈঠকের পর অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে বুশ বলেছেন, আফগানিস্তানসহ মার্কিন বাহিনী ও আফগানিস্তান সরকারের মধ্যে সহযোগিতাও পরামর্শ চলতে থাকবে । মার্কিন বাহিনী মার্কিন সেনাপতির নেতৃত্বে থাকবে ,তাদের উদ্দেশ্য হচ্ছে আল কায়েদা সংস্থার বাকি সদস্যদের নির্মুল করা এবং নিজকে রক্ষা করতে আফগানিস্তানকে সক্ষম করে তোলা । মার্কিন বাহিনীর আটক করা আফগানবন্দী সম্পর্কে বুশ বলেছেন, তাদের ধাপে ধাপে আফগান সরকারের কাছে হাস্তান্তর করা হবে ।
কার্জাই সাংবাদিক সম্মেলনে বলেছেন, সমঝোতা স্মারকলিপি স্বাক্ষরিত হওয়ায় আফগানিস্তান অব্যাহতভাবে সামরিক, নিরাপত্তা ও পুনর্গঠন ইত্যাদি ক্ষেত্রে মার্কিন সাহায্য গ্রহণ করতে পারবে, আফগানিস্তান নিজকে রক্ষা করতে পারবে এবং সেই অঞ্চলের স্থিতিশীলতা ও শান্তির জন্য আদান রাখতে পারবে ।
|