v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-05-23 21:50:23    
পীলু পাথর ভাস্কর্য মহা শিল্পী মা স্যু উ বিষয়ক কাহিনী

cri
    কিছু দিন আগে চীনে পীলু পাথর ভাস্কর্যের মহা শিল্পী বিষয়ক একটি দেশব্যাপী নির্বাচন তত্পরতায় হুই জাতির শিল্পী মা স্যু উ এক শো পঞ্চাশাধিক প্রতিদ্বন্দ্বীর মধ্য থেকে চীনের পীলু পাথর ভাস্কর্য মহা শিল্পীর মর্যাদা জয় করেছেন । এবারকার নির্বাচন তত্পরতায় মা স্যু উ সহ শুধু ২১জন লোক এই মর্যাদা পেয়েছেন । সিনচিয়াংয়ে মাত্র মা স্যু উ এই মর্যাদা জয়ী হয়েছেন ।

    সিনচিয়াংয়ের রাজধানী উরুমুচিতে অবস্থিত একটি পীলু পাথর ভাস্কর্যদ্রব্য কর্মশালায় সংবাদদাতা মা স্যু উকে দেখেছেন । তখন তিনি একাগ্রচিত্তে শিষ্যদের পীলু পাথর ভাস্কর্যকর্মের নৈপুন্য শেখাচ্ছিলেন। মা স্যু উ দেখতে শান্ত আর নমনীয় । তার চোখের দৃষ্টি থেকে পীলু পাথর ভাস্কর্যকর্মের প্রতি তার অসীম ভালবাসা দেখা যায় । পেশা আর চাকরি তার গায়ে সবচাইতে স্পষ্ট চিহ্ন দিয়েছে যে , দীর্ঘকাল ধরে পানি আর এম্যারির পালিশে তার হাত দুটো কর্কশ হয়েছে ।

    চীনাদের মনে পীলু পাথর ভদ্রতা আর বিশুদ্ধতার প্রতীক । তা মানুষের সুচরিত্রের পরিচায়ক । এই প্রসংগে মা স্যু উ অনুভূতির সংগে বলেছেন , পীলু পাথর মানুষের চরিত্রের সংগে নিবিড়ভাবে জড়িত। পীলু পাথরে ভাস্কর্যকর্ম করার জন্য সুচরিত্র না থাকলে চলে না । চরিত্র ভাল না হলে এই কাজ করা অসম্ভব। আমি সব সময় শিষ্যদের এই পরামর্শ দিই যে , মানুষের চরিত্রবান হওয়া উচিত , লোভী হওয়া উচিত নয় ।

    মা স্যু উর বয়স ৪৮ । ছোট বেলায় তিনি মাটি দিয়ে বিড়াল আর কুকুরের মূর্তি বানাতেন অথবা লোহার তার খেলনা পিস্তল তৈরী করতেন । সহপাঠীদের মধ্যে তিনি সবচাইতে দক্ষ। তিনি চিত্রাংকন করতে পছন্দ করেন , তার চিত্র খুবই স্ফুর্তিপূর্ণ । ছেলের এই সখ আবিস্কার করে তার বাবা তাকে পীলু পাথর ভাস্কর্য শিখতে পাঠিয়েছেন । মা স্যু উ সৌভাগ্যসক্রমে প্রসিদ্ধ পীলু পাথর ভাস্কর্য মহা শিল্পী হান চি লিয়াংয়ের কাছে এই শিল্প শিখেছেন । হান চি লিয়াংয়ের দাদা পেইচিংয়ে রাজপুরীতে যসম ভাস্কর্যকর্ম করেন । তিনি রাজবংশপন্থী পীলু পাথর ভাস্কর্য শিল্পীর মর্যাদা পেয়েছেন ।

    বিংশ শতাব্দির আশির দশকের মাঝামাঝি সময়ে মা স্যু উ একটি পীলু পাথর ভাস্কর্য দ্রব্যের তৈরী কারখানা স্থাপন করার সিদ্ধান্ত নেন । তিনি দুই শিষ্যকেও শিখান ।

    তার ব্যবসা কোনো রকম চলতো । পরে পেইচিংয়ের একজন পর্যটকের কথা শুনে তিনি পেইচিংয়ে পীলু পাথর ভাস্কর্য কারখানা গড়ে তোলার সিদ্ধান্ত নেন ।

    সিনচিয়াংয়ের কারখানাটি বন্ধ হয়েছে । মা স্যু উ পেইচিং আর শাংহাইয়ে একটি করে' কারখানা গড়ে তুলেছেন। এই দুই কারখানা পীলু পাথর ভাস্কর্যের নৈপুন্যের দিক থেকে দেশের প্রথম সারিতে অন্তর্ভুক্ত । দু'বছরে তিনি বহু নৈপুন্য শিখে নিয়েছেন ।

    পেইচিং আর শাংহাইয়ে শিল্পের অধ্যয়ন আর অনুশীলনের মাধ্যমে মা স্যু উ'র পীলু পাথর ভাস্কর্যের নৈপুন্য অনেক উন্নত হয়েছে । তার ভাস্কর্যকর্ম দ্রুত , গুণগত মান উত্কৃষ্ট এবং নক্সাও বৈচিত্র্যময় ।

    এক বার মা স্যু উ একটি পীলু পাথর পেয়েছেন। তার আকার অধ-গোলাকার চাঁদের মতো , উপরে একটু ভাঙ্গা ছিল । তা দিয়ে ডিজাইন আর ভাস্কর্য করা খুব কঠিন । ভিন্ন পীলু পাথরের আকার ভিন্ন । সুতরাং ভিন্ন পীলু পাথর দিয়ে ভাস্কর্যের নক্সাও ভিন্ন । পীলু পাথরটি দিয়ে যে কি ধরনের ভাস্কর্য বানান হবে , মা স্যু উ তা বাসায় নিয়ে বেশী ক্ষণ চিন্তা-ভাবনা করেছেন ।

    একদিন এই পীলু পাথর অনুসারে ভাস্কর্যের একটি ডিজাইন তার মনে আসল । তিনি পাথরটির আকারের ভিত্তিতে লাউয়ের মতো একট মদ রাখার কেটলি তৈরী করার সিদ্ধান্ত নেন । ফলে এই ভাস্কর্যকর্মে যেমন একটুও কাঁচামাল অপচয় হয় নি , তেমনি শিল্পের দিক থেকে তা খুবই উত্কৃষ্ট । ক্রেতা তা কেনার জন্য ১ লক্ষ ২০ হাজার ইউয়ান খরচ করেছেন , কিন্তু তা বিক্রি করার সময়ে তিনি ২ লক্ষ ৩০ হাজার ইউয়ান পেয়েছেন ।

    মা স্যু উ যেমন পীলু পাথরের ভাস্কর্যের ডিজাইন , তেমনি প্রক্রিয়াকরণের দিক থেকে বিশেষজ্ঞদের প্রশংসা পেয়েছেন । পীলু পাথর বাছাই করার ব্যাপারেও তিনি অভিজ্ঞ । এই বিষয়ক বিশেষজ্ঞ হান ছান ছিং বলেছেন , উত্কৃষ্ট ভাস্কর্যকর্ম বানাননোর জন্য তিনি সযত্নে কাঁচামাল বাছাই করেন । তিনি ভাস্কর্য দ্রব্য তৈরীর জন্য উপযোগী কাঁচামাল ব্যবহার করেন । তার হাতে পীলু পাথরের কখনো কখনো অপচয় হয় নি এবং কোনো অমূল্য পীলু পাথর তার সামনে হারাবে না ।

    সিনচিয়াংযের হো থিয়েন অঞ্চল তার অসাধারণ ভৌগোলিক কাঠামোর দরুণ পীলু পাথরে সমৃদ্ধ । ওখানকার পাথরের রং বৈচিত্র্যময় আর তার উত্কৃষ্টতা খুবই ভাল । একটি পরিসংখ্যান থেকে জানা গেছে , আন্তর্জাতিক বাজারে হো থিয়েনের পীলু পাথরের বার্ষিক লেনদেনের মূল্য ১ বিলিয়ন ইউয়ানে দাঁড়িয়েছে । ব্যবসার এই ভবিষ্যত-সম্ভাবনা দেখে ১৯৯৭ সালে তিনি সিনচিয়াংয়ে একটি সংখ্যালঘুজাতির পীলু পাথর ভাস্কর্য দ্রব্য উন্নয়ন কোম্পানি গঠন করেছেন । তিনি কোম্পানির চেয়ারম্যান নিযুক্ত হন । এই কোম্পানি কাঁচামাল সংগ্রহ , প্রক্রিয়াকরণ আর বিক্রির দিক থেকে সার্বিকভাবে কাজ চালায় । এখন তার ফলপ্রসূতা খুব ভাল হয়েছে । মা স্যু উ যেমন পীলু পাথরের একজন মহা ভাস্কর্য শিল্পী , তেমনি প্রায় ১০ কোটি ইউয়ান পুঁজিসম্পন্ন একজন শিল্পপতিতে পরিনত হয়েছেন ।

    দীর্ঘকাল ধরে চীনে পীলু পাথরের ভাস্কর্যকর্ম দক্ষিণ ও উত্তরাঞ্চল ভিন্ন দুই ধরনের বৈশিষ্ট্য দেখা দিয়েছে । উত্তর চীনের বৈশিষ্ট্যঃ ভাস্কর্যকর্ম কড়াকড়ি ও ঐতিহ্যিক আর দক্ষিণ চীনের বৈশিষ্ট্যঃ ভাস্কর্যকর্মের নৈপুন্য সূক্ষ্ম ও নমনীয় । বহু বছর ধরে অনুশীলনে সংখ্যালঘুজাতি আর অঞ্চলের বৈশিষ্ট্য বিবেচনা করে পীলু পাথরের নতুন বৈশিষ্ট্যসম্পন্ন ভাস্কর্যকর্ম বানানের পরিকল্পনা প্রনয়ন করেছেন । ২০০৩ সালে মা স্যু উ সিনচিয়াং পাই ইউ শহরের হো থিয়েন সংস্কৃতি ও শিল্পকলা গবেষনাগার গড়ে তুলেছেন । উইগুর জাতির যুবক আস্কার ইয়াসিন তার একজন শিষ্য । তিনি বলেছেন , হো থিয়েনে বেশি পীলু পাথর পাওয়া যায় । কিন্তু উইগুর জাতির মধ্যে পীলু পাথর ভাস্কর্য শিল্পী কম । আমি মাস্টার মার কাছ থেকে ভালভাবে এই শিল্পের নৈপুন্য শিখবো । যাতে এই শিল্প আরো সম্প্রসারিত করা যায় ।