চীন সরকারের সার্বিক অর্থানুকূল্যে অনুষ্ঠিত ভারত মহাসাগরের সুনামি-দুর্গত দেশগুলোর দুর্যোগ প্রতিরোধ ও জন শক্তি সম্পদ সংক্রান্ত প্রশিক্ষণ কোর্স ২৩ তারিখে পেইচিংয়ে শুরু হয়েছে । ইন্দোনেশিয়া , শ্রীলংকা , ভারত , কেনিয়া প্রভৃতি সুনামি দুর্গত ১১টি দেশের তিরিশাধিক দুর্যোগ ব্যবস্থাপনাকারী কর্মকর্তা চীনের বিশেষজ্ঞদের কাছ থেকে এক সপ্তাহব্যাপী প্রশিক্ষণ নিচ্ছেন ।
জানা গেছে , এই প্রশিক্ষণ কোর্সের বিষয়বস্তুতে দুর্যোগ ব্যবস্থাপনার ব্যবস্থা ও নীতি , দুর্যোগের পূর্বাভাস , পূর্বসতর্কবানী ,দুর্যোগহ্রাস বিষয়ক প্রযুক্তি কাজে লাগানো প্রভৃতি অন্তর্ভুক্ত ।
|