জাপান -সফরকালে চীনের উপপ্রধানমন্ত্রী উ ঈ ২৩মে বিকেলে জাপানের প্রধানমন্ত্রী কোইজুমি জুনিচিরোর সঙ্গে বৈঠকের পরিকল্পনা বাতিল করে পূর্বনির্ধারিত সময়ের আগেই স্বদেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন ।
একই দিন জাপানের মন্ত্রীসভার কার্যালয়ের মহাসচিব হিরোয়ুকি বলেছেন, জাপানী পক্ষ চীন-পক্ষের এই সিদ্ধান্তের নোটিশ পেয়েছে। কিন্তু তিনি এই বৈঠক বাতিলের সিদ্ধান্তের কারণ প্রধানমন্ত্রী জুনিচিরোর যুদ্ধাপরাধীদের ইয়াসুকুনি সমাধিতে শ্রদ্ধার্পণ অব্যাহত রাখার সাম্প্রতিক বিবৃতির সঙ্গে জড়িত বলে মনে করেন না।
এর আগে একই দিন উ ঈ জাপানের প্রতিনিধি পরিষদের স্পিকার কোনো ইয়োহেই-এর সঙ্গে সাক্ষাত্ করেছেন । উপপ্রধানমন্ত্রী উ বলেছেন, চীন-জাপান বন্ধুত্ব দুদেশের কয়েক জেনারেশনের নেতৃবৃন্দ আর দূরদর্শী ব্যক্তিদের কঠোর প্রয়াসের সুফল , এই ফল সহজে অর্জিত হয় নি। চীনের নতুন নেতারা এবং সরকার চীন-জাপান যুক্ত ইস্তাহার প্রভৃতি তিনটি গুরুত্বপূর্ণ দলিলের নীতি অনুযায়ী ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে ভবিষ্যত্-মুখী মনোভাব নিয়ে জাপানের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থান করতে, বংশপরম্পরায বন্ধুত্ব বজায় রাখতে, পারস্পরিক উপকারিতা-ভিত্তিক সহযোগিতা চালিয়ে অভিন্ন উন্নয়নের প্রয়াস চালাতে ইচ্ছুক । তিনি আশা করেন , জাপান পক্ষও ঐতিহাসিক সমস্যা মোকাবেলার যথাযথ ব্যবস্থা নেবে এবং চীন-জাপান বন্ধুত্বের ক্ষতি করা বা চীনের জনগণের মন ক্ষুন্ন করার মতো নতুন কিছু আর করবে না।
|