চীনের সর্বোচ্চ গণ আদালতের মেধা সম্পদ আদালতের প্রধান বিচারপতি চিয়াং চিফেই ২৩ মে পেইচিংয়ে বলেছেন, চীনে মেধা সম্পদের স্বত্বাধিকার সংরক্ষণের আইন-ব্যবস্থা মোটামুটি প্রতিষ্ঠিত হয়েছে।
তিনি " চীনের নবায়ন ও মেধাসম্পদের স্বত্বাধিকার সংরক্ষণের আন্তর্জাতিক ফোরামে" অংশ নেয়ার সময়ে এ কথা বলেছেন। তিনি জানিয়েছেন, বর্তমানে চীনে স্বত্বাধিকার , মার্কার অধিকার , গ্রন্থ-স্বত্ব সংরক্ষণের আইন ব্যবস্থা মোটামুটি গড়ে উঠেছে। গত বছরের শেষ নাগাদ চীনের বিভিন্ন অঞ্চলের উচ্চ আর মধ্য পর্যায়ের গণ আদালতের অধীনে মেধাসম্পদের স্বত্বাধিকার বিষয়ক যার যার বিশেষ আদালত প্রতিষ্ঠিত হয়েছে ।
তিনি বলেছেন চীনে সংশ্লিষ্ট বিচারপতি প্রশিক্ষণ এবং তত্ত্বাবধানের ব্যবস্থা জোরদার করা হবে, যাতে মেধাসম্পদের স্বত্বাধিকার সংরক্ষণের আইন ব্যবস্থা উন্নততর করা যায়।
|