চীন আর অস্ট্রেলিয়া ২৩ মে অস্ট্রেলিয়ার সিডনিয়ে চীন-অস্ট্রেলিয়া অবাধ বানিজ্য চুক্তি নিয়ে প্রথম দফা বৈঠক আনুষ্ঠানিকভাবে শুরু করেছে।
সিডনিয়ে সফররত চীনের জাতীয় গণ কংগ্রেসের স্ট্যানডিং কমিটির চেয়ারমান উ পাংকুও চীন অস্ট্রেলিয়া অর্থনৈতিক বানিজ্য সহযোগিতা ফোরামের উদ্ধোধনী অনুষ্ঠানে অংশগ্রহন করার সময় বলেছেন, অবাধ বানিজ্য এলাকা স্থাপন করা হচ্ছে চীন আর অস্ট্রেলিয়ার সম্পর্কের ইতিহাসে একটি বিরাট ঘটনা, এটা দু'দুদেশের বানিজ্য, পুঁজিবিনিয়োগ আর পরিসেবার ক্ষেত্রের সহযোগিতার আরো প্রসারের সহায়ক, এবং দু'দেশের অর্থনৈতিক বানিজ্য সহযোগিতার আরো বিশাল সম্ভাবনা ডেকে আনবে।
অস্ট্রেলিয়ার বানিজ্য মন্ত্রী মার্কভাইল বলেছেন, দু'দেশের অর্থনৈতিক বানিজ্য সহযোগিতার ভবিষ্যত সম্পর্কে তিনি আস্থাবান ।
চীন আর অস্ট্রেলিয়ার নেতারা এই বছরের এপ্রিল মাসে পেইচিংয়ে চীন-অস্ট্রেলিয়া অবাধ বানিজ্য চুক্তি সম্বন্ধে আলোচনা শুরু করার সিদ্ধান্ত নেন । তখন, অস্ট্রেলিয়া চীনের পূর্নাঙ্গ বাজার অর্থনীতির অবস্থান স্বীকার করে।
|