২২মে হলো একাদশ বিশ্ব বৈচিত্র্যময় জীব বিদস । বৈচিত্র্যময় জীব-- পরিবর্তনশীল বিশ্বের প্রাণের নিশ্চয়তা হচ্ছে চলতি সালের বৈচিত্র্যময় জীব বিদসের প্রধান আলোচ্য বিষয় । এই উপলক্ষে চীনের জাতীয় পরিবেশ সংরক্ষণ অধিদফতরের একজন উর্ধ্বতন কর্মকর্তা পেইচিংয়ে বলেছেন , যাবতীয় প্রাণী ও উদ্ভিদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য চীনের সংশ্লিষ্ট বিভাগ জীব রক্ষা তত্বাবধানের ব্যবস্থা আরো জোরদার করবে ।
তিনি আরো বলেছেন , চীন সরকার বৈচিত্র্যময় জীব সংরক্ষণের আইন প্রণয়নের কথা বিবেচনা করে দেখছে । চীনের সংশ্লিষ্ট বিভাগ নানা প্রকার জীব সম্পদ সংরক্ষণ ও ব্যবহারের পরিকলপনা ও নীতি তৈরী করছে ।
উল্লেখ করা যেতে পারে যে ,পৃথিবীতে যে সবদেশে জীবের সংখ্যা সবচেয়েবেশী চীন তাদের অন্যতম । চীনের উদ্ভিদ ও প্রাণীর জাতের সংখ্যা উভয়ই পৃথিবীর পুরোভাগে রয়েছে । তবে চীনে জীবের বংশগত সম্পদ হারিয়ে যাওয়ার সমস্যাও দেখা দিয়েছে।
|