v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-05-23 13:32:17    
বিখ্যাত ইউয়ে চু অপেরা অভিনেত্রী মাও উয়ে থাও

cri
    চীনের দক্ষিণ পূর্ব উপকুলীয় অঞ্চলে ইউয়ে চু নামে এক স্থানীয় অপেরা খুবই জনপ্রিয় , এই অপেরার একটি বৈশিষ্ট্য হলো অপেরার মধ্যে যাবতীয় চরিত্র মেয়েরা অভিনয় করেন ।

    স্থানীয় অপেরা ইউয়ে চু সম্বন্ধে ইউয়ে চু শিল্পী মাও উয়েই থাও বলেছেন , ইউয়ে চু অপেরার ইতিহাস দীর্ঘ নয় , চেচিয়ান প্রদেশের চেন জেলার একটি পাহাড়ী অঞ্চলে তার জন্ম । এখন চেচিয়ান ও চিয়ান সু প্রদেশের অনেক শহরে ইউয়ে চু অপেরা দল আছে । এক শ'র বছরেরও কম সময়ের মধ্যে ইউয়ে চু অপেরার নিজস্ব শৈলী সৃষ্টি হয়েছে । ইউয়ে চু অপেরার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো অপেরার সব চরিত্রে মেয়েরা অভিনয় করেন ।

    ১৯৭৮ সালে ১৬ বছরবয়সী মাও উয়ে থাও উচ্চ মাধ্যমিক স্কুলের পড়াশুনা শেষ করেন । ঠিক এই সময় মাও উয়ে থাওয়ের একজন সহপাঠী তাকে বলেছেন , স্থানীয় ইউয়ে চু অপেরা দল নতুন সদস্য গ্রহনেরকাজ শুরু করেছে । মাও উয়ে থাওয়ের স্বপ্ন ছিল ডাক্তার হওয়া , কিন্তু সহপাঠীর এই সংবাদ তার মনের অভিনেত্রী হওয়ার আকাংখা সঞ্চার করেছে । তিনি অপেরা দলের ভর্তি পরীক্ষায় অংশ নিলেন । দলের শিক্ষক মাও উয়ে থাওকে দেখে সন্তোষ বোধ করেন , কেননা মাও উয়ে থাও দেখতে সুন্দর , গায়ের গড়ন অভিনেত্রী হওয়ার উপযোগী । তাই অপেরা দল মাও ওয়ে থাওকে গ্রহনের সিদ্ধান্ত নিলো । তখন থেকে মাও ওয়ে থাওয়ের অভিনয় জীবন শুরু হলো ।

    অপেরা দলে ভর্তি হওয়ার পর মাও উই থাওকে ইউয়ে চু অপেরায় যুবকের চরিত্রে অভিনয় শিখার অনুরোধ জানানো হয়েছে । প্রথম দিকে একটি যুবতী মেয়ে হিসেবে যুবকের চরিত্রে অভিনয় করাকে মাও উই থাও খুব কঠিন মনে করেন । অভিনয়ের সময় তিনি ছেলেমানুষের কথা বলার ভঙ্গী ও চলাফেরার কায়দা জানেন না বলে তার সৃষ্ট পুরুষ চরিত্রের দৃঢতা কম । কিন্তু তিনি হতাশ হন নি , তিনি বার বার তার শিক্ষকের অভিনয় দেখে ও অনুকরন করেন এবং বার বার ছায়াছবিতে পুরুষ চরিত্রের অভিনয় দেখেন । মাও উই থাও এক বুদ্ধিমতী মেয়ে , দু-তিন বছরের অনুকরণ ও উপলব্ধির পর মাও উই থাও ইউয়ে চু অপেরার একজন জনপ্রিয় অভিনেত্রী হয়েছেন । তিনি অভিনয় ও অপেরার গান দুই দিকেই লক্ষনীয় অগ্রগতি লাভ করেছেন । ১৯৮৪ সালে ২২ বছর বয়সী মাও উই থাও চীনের অপেরার সর্বোচ্চ পুরস্কার -- কুল ফুল পুরষ্কার জয় করেছেন । তখন থেকে ২০ বছর পার হয়ে গেছে , বর্তমানে মাও উয়ে থাও চীনের জাতীয় অপেরা সমিতির ভাইস চেয়ারম্যান এবং চেচিয়ান প্রদেশের সিয়াও পাই হুয়া নামক একটি ইউয়ে চু অপেরা দলের উপনেত্রী। গত বিশ বছরে মাও উয়ে থাও অভিনয়ে নিজের বৈশিষ্ট্যপূর্ণ শৈলী সৃষ্টির জন্য নিরলস প্রচেষ্টা চালিয়েছেন , চীনে , বিশেষ করে পূর্ব চীনের চেচিয়ান ও চিয়াং সু প্রদেশে অনেক দর্শক ও শ্রোতা তার অভিনয় ও অপেরার গান পছন্দ করেন ।

    যদিও মঞ্চে মাও উয়ে থাও অল্পবয়সী পুরুষের চরিত্রে অভিনয় করেন , বাস্তব জীবনে তিনি সমন্ত নারীর মতো সব ধরনের সুন্দর জিনিষ পছন্দ করেন । তিনি বলেছেন , মঞ্চে আমি সব সময় পুরুষের চরিত্রে অভিনয় করি , কিন্তু বাস্তব জীবনে আমি সকল নারীর মতো সুন্দর সুন্দর জামা-পোষাক পছন্দ করি , ভালো গুনমানের কসমেটিক্স ও সুগন্ধী পারফিউম পছন্দ করি এবং বাজারে পছন্দমতো জামা-পোষাক কিনতে যাই । মঞ্চে প্রাচীনকাল বা ঐতিহাসিক কাহিনীর ভিত্তিতে রচিত ঐতিহ্যিক অপেরার অভিনেত্রী হলেও বাস্তব জীবনে আমি আধুনিক জীবন প্রণালী পছন্দ করি । কয়েক বছর আগে মাও উয়ে থাও বিয়ে করেছেন , তার একটি মেয়ে আছে । মেয়ের জন্মের পর মাও উয়ে থাওয়ের জীবনের অনেক পরিবর্তন হয়েছে । বিয়ের আগে তিনি অবসর সময়ে কেনাকাটা ও কফি বারে বসতে পছন্দ করেন , এখন অবসর সময় তিনি মেয়ের সংগে থাকেন । মেয়েকে গল্প শোনান , তার সংগে খেলেন এবং ঘুম পাড়ানোর গান গান । ব্যস্ত হলেও তিনি মাঝেমধ্যে পরিবারপরিজনের জন্য রান্না করেন , তিনি পরিবারের জন্য খুটিনাটি কাজ করার মধ্য দিয়ে জীবনের আনন্দ অনুভব করেন । মাও উয়ে থাও আমাদের সংবাদদাতাকে বলেছেন বাস্তব জীবন ও শৈল্পীক জীবন আমার দুটি ভিন্ন ধরনের জীবন । বাস্তব জীবনে আমি একজন ভালো মেয়ে , ভালো স্ত্রী ও ভালো মা । শৈল্পীক জীবনে আমি সব সময় চরিত্র আরো নিঁখুত করার প্রয়াস চালাই । অভিনয় আমার বেছে নেয়া পেশা , আমি এই পেশাকে পছন্দ করি । যে কোনো কাজ করতে আমি কাজটি সুসম্পন্ন করতে চাই , এটা আমার অভ্যাস। মাও উয়ে থাওয়ের অনেক অনুরাগী দর্শক আছে । তারা তার অভিনয় ও অপেরার গান পছন্দ করেন , একটি ইউয়ে চু অপেরা তারা বার বার দেখতে যান । লিউ থিয়েন তাদের মধ্যে একজন । তিনি বলেছেন , মাও উয়ে থাওয়ের অভিনয়ে নিজের বৈশিষ্ট্য আছে , অভিনয় স্বাভাবিক , মাও উয়ে থাওয়ের সৃষ্ট চরিত্রে যেমন পুরুষের দৃঢতা , তেমনি নারীর নমনীয়তা আছে , এটা আমার খুব ভালো লাগে । আমার মতে চীনের ইউয়ে চু অপেরা শিল্পীর মধ্যে মাও উয়ে থাও সর্বশ্রেষ্ঠ। বিদেশেও মাও উয়ে থাওয়ের অনেক দর্শক আছে । শিল্পী দল বিদেশে গেলে অনেক প্রবাসীচীনা ও বিদেশী চীনা দর্শক তার প্রতিটি অভিনয় উপভোগ করতে যান , কোনো কোনো দর্শক প্রতি অনুষ্ঠানের পর ফুলের তোড়া হাতে নিয়ে মঞ্চে গিয়ে তাকে অভিনন্দন জানান । মাও উয়ে থাও বলেছেন , ঠিক এই সব দর্শকই অগ্রগতির পথে এগিয়ে যেতে তাকে অনুপ্রেরনা দিচ্ছেন । আমি কোনো দিনই আমার দর্শক ও শ্রোতাকে ভুলবো না ।