২২ তারিখে আফাগানিস্তানে জাতি সংঘের সাহায্য গ্রুপ কাবুলে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে নির্বাচন যাচাই কমিটি প্রতিষ্ঠা করার কথা ঘোষণা করেছে, যাতে সাধারণ নির্বাচনে অংশগ্রহণকারী পদপ্রার্থীদের যোগ্যতা পরীক্ষা করা যায় এবং আফগানিস্তানের সংসদ-নির্বাচন অবাধ্যভাবে অনুষ্ঠিত হওয়া যায় ।
আফগানিস্তানে জাতি সংঘের সাহায্য গ্রুপের মুখপাত্র বলেছেন , নির্বাচন যাচাই কমিটির ৫ জন সদস্য জাতি সংঘের মহাসচিব আন্নানের বিশেষ দূত জীন আর্নাওল্ট, আফগানিস্তানের সর্বোচ্চ আদালত এবং আফগানিস্তান স্বাধীন মানবাধিকার কমিটি যুক্তভাবে মনোনয়ন করবেন ।
এই বছরের ১৮শে সেপ্টেম্বর আফগানিস্তানের সংসদ-নির্বাচন আয়োজিত হবে । বর্তমানে পদপ্রার্থীদের নিবন্ধন কাজ শেষ হওয়ার পথে । পদপ্রার্থীদের প্রাথামিক নামের তালিকা ৪ই জুন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে । এর পর বর্তীতিনটি সপ্তাহের মধ্যে, পদপ্রার্থীদের যোগ্যতা সম্পর্কে কারো সন্দেহ থাকলে তা নির্বাচন যাচাই কমিটিকে জানাতে পারে ।
|