উঃকোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ২২ মে পিংইয়াং-এ বলেছেন , উঃকোরিয়া তার প্রতি যুক্তরাষ্ট্রের অধিষ্ঠান সর্তকভাবে বিবেচনা করছে এবং অব্যাহতভাবে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়ার ওপর মোনোযোগ দেবে ।
এই মুখপাত্র বলেছেন , ১৩ মে নিউয়র্কে জাতি সংঘে নিযুক্ত উঃকোরিয়ার স্থায়ী প্রতিনিধির কার্যালয়ে গিয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি , কোরিয় সমস্যার বিশেষ দূত জসেফ দেট্রানী উঃকোরিয়া পক্ষকে জানিয়েছেন যে , যুক্তরাষ্ট্র উঃকোরিয়াকে একটি স্বার্বভৌম দেশ বলে স্বীকার করে এবং উঃকোরিয়ার ওপর আক্রমণ চালানোর ইচ্ছা যুক্তরাষ্ট্রের নেই ।
এই মুখপাত্র জোর দিয়ে বলেছেন , পারমাণবিক অস্ত্র মুক্ত কোরিয়া উপদ্বীপ গড়া এবং পরামর্শের মাধ্যমে শান্তিপূর্ণভাবে এই সমস্যা সমাধান হল উঃকোরিয়ার অধিষ্ঠান । যদি যুক্তরাষ্ট্র সত্যি সত্যি ছ'পক্ষীয় বৈঠকের মাধ্যমে সমস্যা সমাধান করতে চায় , তাহলে কার্যকর ব্যবস্থা নিয়ে বৈঠক আবার শুরু করার জন্য শর্ত সৃষ্টি করতে হবে ।
|