লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাটি ২২ মে বেইরুতে বলেছেন , লেবাননের সাবেক প্রধানমন্ত্রী রাফিক হারিরির হত্যাকান্ডের পর লেবানন বর্তমানে বিরাট পরিবর্তনের সময়পর্বে রয়েছে ।
মিকাটি মনে করেন , হারিরির হত্যাকান্ড জনিত বিভীষিকা এবং অর্থনৈতিক ও রাজনৈতিক সমস্যার কারণে বর্তমান সময়পর্ব লেবাননের ভবিষ্যতের পক্ষে খুব গুরুত্বপূর্ণ ও কঠোর ।
মিকাটি আশা করেন লেবাননের জনগণ ও নেতারা সহযোগিতা করে চ্যালেঞ্জের মোকাবেলা করবেন । তিনি জোর দিয়ে বলেছেন , লেবানন সরকার মনে করে , তাইফ চুক্তি ও লেবাননের সংবিধান অনুযায়ী লেবাননের পরিস্থিতির উন্নতি সাধন করা উচিত ।
অনুষ্ঠিতব্য লেবাননের সংসদ-নির্বাচন সম্পর্কে মিকাটি বলেছেন , এবার নির্বাচন লেবাননের নির্মাণ- প্রক্রিয়া ও লেবাননের সুন্দর ভবিষ্যতের ওপর ইতিবাচক প্রভাব ফেলবে ।
|