চীনের প্রেসিডেণ্ট হু চিনথাও ২২মে পেইচিংয়ে বলেছেন, বর্তমানে চীন-জাপান সম্পর্ক এক কঠিন অবস্থার সম্মুখীন, এমন অবস্থায় দুদেশের ক্ষমতাসীন দলের মধ্যে সংলাপ ও আদানপ্রদান জোরদার করা চীন-জাপ সম্পর্ক উন্নয়নের জন্য ইতিবাচক তাত্পর্য-সম্পন্ন।
জাপানের স্বাধীন গণতান্ত্রিক দলের মহাসচিব তাকেবে ত্সুতোমু এবং কোমেই পার্টির মহাসচিব ফুয়ুশিবা তেত্সুজোর নেতৃত্বে পরিচালিত জাপানের ক্ষমতাসীন পার্টির প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাত্ করার সময়ে হু চিনথাও এ কথা বলেছেন ।
তিনি বলেছেন, চীন-জাপান সম্পর্কেরদীর্ঘস্থায়ী আর সুষ্ঠু বিকাশ বাস্তবয়ন করার জন্য দুপক্ষেরই উচিত রণনৈতিক উচ্চতা থেকে এবং দূরদর্শী দৃষ্টি দিয়ে দুদেশের মধ্যকার সম্পর্কের সুষ্ঠু সমাধান করা , "চীন-জাপান যৌথ ইস্তাহার প্রভৃতি তিনটি দলিলের নীতি কড়াকড়িভাবে মেনে চলা , ইতিহাসের শিক্ষা গ্রহণ করে ভবিষ্যতের দিকে তাকিয়ে ইতিহাসের সমস্যা এবং তাইওয়ান সমস্যার যথাযথ সমাধান করা, সংলাপের মাধ্যমে মতভেদ দূর করা , বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক উপকারিতার সহযোগিতা সম্প্রসারিত করা, দুদেশের সম্পর্কের রাজনৈতিক ভিত্তি, অর্থনৈতিক ভিত্তি এবং সামাজিক ভিত্তি অনবরত জোরদার করা।
|