 ২০০৫ সালে চীন ছুমোলাংমা পর্বতের উচ্চতা পুনর্বার পরিমাপ করার পর্বতারোহী দলের বিশাধিক সদস্য ২২ মে সাফল্যের সঙ্গে বিশ্বের সর্বোচ্চ পর্বত --- ছুমোলাংমা পর্বতশৃঙ্গে আরোহণ করেছেন এবং তারা ছুমোলাংমা পর্বতের উচ্চতার পরিমাপের কাজ শুরু করেছেন।
এখন পর্বতারোহী দলের কিছু সদস্য পর্বতশৃঙ্গের পরিমাপ কাজ শেষ করে নেমে আসছেন। চীনের পেশাগত পরিমাপ ব্যক্তি নিয়ে গঠিত পর্বতারোহী দল পরিকল্পনা অনুযায়ী ২৩ মে পর্বতশৃঙ্গে পৌঁছে পরিদর্শন এবং পরিমাপ কাজ করার কথা।

জানা গেছে, ১৯৭৫ সালে চীন ঘোষণা করেছে যে ছুমোলাংমা পর্বতশৃঙ্গের সমুদ্রতলের উচ্চতা ৮৮৪৮.১৩ মিটার। ৩০ বছর পর চীন এই বছরে ছুমোলাংমা পর্বতশৃঙ্গের সমুদ্রতলের উচ্চতা পুনর্বার পরিমাপ করার সিদ্ধান্ত নিয়েছে, এবং ১৫ মার্চ সংশ্লিষ্ট পরিমাপের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। চীনের সংশ্লিষ্ট বিভাগে চলতি বছরের আগস্ট মাসে সারা বিশ্বের কাছে চূড়ান্ত ফলাফল প্রকাশ করার জন্য প্রয়াস করছে।
|