২১ মে ইরাকের সুন্নি মুসলিম প্রবীণ সমিতি , ইসলামী পার্টি আর সুন্নিসাম্প্রদায়িক ধর্ম তহবিল মিলে একটি সমাবেশের আয়োজন করেছে । সমাবেশে ইরাকী নতুন সরকারে সুন্নি সম্প্রদায়ের স্বার্থ রক্ষা করার জন্য সুন্নি সম্প্রদায়ের সকল মুসলমানের প্রতিনিধিত্বকারী একটি ধর্মীয় ও রাজনৈতিক ঐক্যজোট গঠিত হয়েছে ।
খবরে প্রকাশ , সুন্নিসম্প্রদায়ের বিভিন্ন উপজাতি , রাজনৈতিক দল আর ধর্মীয় নেতার সহস্রাধিক প্রতিনিধি এই সমাবেশে অংশ নিয়েছেন ।
ইরাকী সুন্নি সম্প্রদায়ের মুসলমানদের সংখ্যা ইরাকের মোট লোকসংখ্যার শতকরা ২০ ভাগ । নতুন গঠিত অন্তবর্তীকালীন জাতীয় সংসদের ৭৫ আসনের মধ্যে তাদের আসনের সংখ্যা ১২ ।
|