পশ্চিম আফ্রিকান দেশগুলোর নেতৃবৃন্দ ২১ মে গিনি-বিসৌর উদ্দেশ্যে প্রেসিডেণ্ট নির্বাচনের আগে স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন, যাতে দেশটিতে আবার দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টি না হয়।
জানা গেছে, পশ্চিম আফ্রিকান দেশগুলোর অর্থনৈতিক গোষ্ঠির চেয়ারম্যান, নাইজেরের প্রেসিডেণ্ট মামাদো তানজা, নাইজেরিয়ার প্রেসিডেণ্ট ওলুসেজুন ওবাসানজো এবং স্যাননেগালের প্রেসিডেণ্ট আব্দোলায়ে ওয়াদ ২১ মে গিনি-বিসৌর রাজধানী বিসৌয় পৌঁছে ওই দেশের ভারপ্রাপ্ত প্রেসিডেণ্ট হেনরিফে ওয়াদ , প্রাক্তণ প্রেসিডেণ্ট কুমবা ইয়াল্লা এবং অন্যান্য রাজনৈতিক নেতাদের সঙ্গে সাক্ষাত্ করেছেন।
২০০৩ সালের সেপ্টেম্বরে সামরিক অভ্যুত্থান হওয়ার পর থেকে গিনি-বিসৌ-এ ১৯ জুন প্রথম প্রেসিডেণ্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু গত সপ্তায় সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যূত প্রাক্তণ প্রেসিডেণ্ট ইয়াল্লা হঠাত্ ঘোষণা করেছেন যে , তিনি এখনও সে দেশের বৈধ প্রেসিডেণ্ট। এর ফলে গিনি-বিসৌয় পরিস্থিতি অস্থিতিশীল হয়ে পড়েছে। গিনি-বিসৌর প্রধানমন্ত্রী কার্লোস জোমেস জুনিয়র ২০ মে স্বীকার করেছেন যে, কেউ কেউ সামরিক বাহিনীর নেতাদের হত্যা করা এবং সামরিক বাহিনী নিয়ন্ত্রণে আনার অপচেষ্টা চালাচ্ছে।
|