হংকং সংবাদ মাধ্যম সূত্র বলেছে , ২০০৪ সালে বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চলের পর্যটকদের সংখ্যা নিয়ে বিশ্ব পর্যটন সংস্থার একটি তদন্ত অনুযায়ী , চীনের মূলভূভাগ আর হংকং বিশ্বের ১০টি বৃহত্ পর্যটন এলাকার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে ।
পরিসংখ্যান অনুযায়ী , গত বছর চীনের মূলভূভাগে মোট ৪ কোটি ১০ লক্ষ পর্যটককে স্বাগত জানানো হয়েছে । চীন ইতালিকে পরাজিত করে বিশ্বের ১০টি বৃহত্ পর্যটন এলাকা বিষয়ক তালিকার ক্রমিক সংখ্যায় পঞ্চম থেকে চর্তুথ হয়েছে ।
গত বছর চীনের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলে২ কোটি১৮ লক্ষ পর্যটককে স্বাগত জানানো হয়েছে । বিশ্বের ১০টি বৃহত্ পর্যটন এলাকা বিষয়ক তালিকার ক্রমিক সংখ্যার দিক থেকে হংকংয়ের স্থান সপ্তম।
|