২২ মে প্রকাশিত চীনের পিপলস ডেইলি পত্রিকার এক খবরে জানা গেছে , এবছর পশ্চিম চীনে নতুন ১০টি বৃহত প্রকল্পের নির্মাণকাজ খাতে চীন ১৩৬ বিলিয়ন ইউয়ান অর্থ বরাদ্দ করবে ।
এই কার্যক্রম অনুযায়ী , আগামী দু' বছরের মধ্যে পশ্চিম চীনের ৮০ লক্ষ লোকসংখ্যার বিশুদ্ধ পানি সরবরাহের জন্য একটি গ্রামীণ বিশুদ্ধ পানি সরবরাহ প্রকল্প এবং গ্রামীণ শিক্ষা ও স্বাস্থ্য ব্রত উন্নয়নের জন্য গ্রামীণ বোর্ডিং স্কুল , গ্রামীণ মাধ্যমিক ও প্রাথমিক স্কুলের দূর পাল্লার শিক্ষা আর গ্রামীণক্লিনিকের নির্মাণকাজ চালানো হবে । তাছাড়া রেল পথ , সড়ক , বিমানবন্দর , বিদ্যুত কারখানা আর কয়লা খনির নির্মাণকাজ ও মজবুত প্রকল্পও এই কার্যক্রমে অন্তর্ভুক্ত হবে ।
|