২১ মে লেবাননের প্রেসিডেন্ট লাহুদ এক বিবৃতিতে বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী কারামিসহ কিছু রাজনৈতিক দল ২৯ মে অনুষ্ঠিতব্য লেবাননের সংসদ নির্বাচন প্রতিরোধ করতে পারে বলে তিনি আশংকা করেন।
তিনি বিবৃতিতে বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী কারামি সহ বেশ কিছু রাজনৈতিক দল অনুষ্ঠিতব্য লেবাননের সংসদ নির্বাচন প্রতিরোধ করবে। এ কারণে কোনো কোনো নির্বাচনী অঞ্চলে পুরোপুরি গণতান্ত্রিক নির্বাচন বাস্তবায়ন হবে না, এতে নির্বাচনের ফলাফলও গুরুতরভাবে প্রভাবিত হবে।
২০ মে লেবাননের সাবেক প্রধানমন্ত্রী কারামি ঘোষণা করেছেন, তিনি এ মাসে অনুষ্ঠিতব্য সংসদ নির্বাচন প্রতিরোধ করবেন, তিনি বলেছেন আন্তর্জাতিক চাপে নির্বাচনের সঠিক নিশ্চয়তা দেয়া হবে না। লেবাননের সুন্নী দলের একটি মুসলমান সংস্থাও ঘোষণা করেছে তারাও এই নির্বাচন প্রতিরোধ করবে।
|