 অস্ট্রেলিয়ায় সফররত চীনের জাতীয় গণ কংগ্রেসের চেয়ারম্যান উ পুংকুও ২০ মে পশ্চিম অস্ট্রেলিয়া অংগ্যরাজ্যের শক্তি ও খনিজ সম্পদ সহযোগিতা প্রকল্পগুলো পরিদর্শন করেছেন।
চেয়ারম্যার উ সেখানকার গ্যাস তরলীকরণ কারখানা, লৌহ আকরিক পরিবহণের জাহাজঘাটা এবং খনি পরিদর্শন করেছেন । তিনি মন্তব্য করেছেন, চীন আর অস্ট্রেলিয়ার উচিত দীর্ঘমেয়াদী রণনৈতিক সহযোগিতার সম্পর্ক স্থাপন করা এবং শক্তি ও খনিসম্পদের বড় বড় প্রকল্পের সহযোগিতা ত্বরান্বিত করা, যা দুপক্ষের অভিন্ন স্বার্থের অনুকূল। তিনি বলেছেন, চীনা শিল্পপ্রতিষ্ঠানের কর্মীদের উচিত বিদেশী পক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে সহযোগিতা করা । তিনি আস্থা প্রকাশ করে বলেছেন, দুপক্ষ মিলিতভাবে প্রয়াস চালালে চীন আর অস্ট্রেলিয়ার এই সহযোগিতায় নিশ্চয়ই আরও বিরাট সাফল্য অর্জিত হবে।
|