রাশিয়ার সংসদের নিম্ন কক্ষ-- দুমায় ২০ মে নিরংকুশ সংখ্যাগরিষ্ঠ ভোটে রাশিয়া-চীন সীমান্তরেখার পুর্বাংশ সংক্রান্ত অতিরিক্ত চুক্তি অনুমোদন করা হয়েছে ।
এই চুক্তির পক্ষে পড়েছে ৩০৭টি ভোট, বিপক্ষে পড়েছে ৮০টি ভোট এবং দুই প্রতিনিধি ভোটদানে বিরত ছিলেন। এর আগে রাশিয়ার সরকার, পররাষ্ট্রমন্ত্রণালয়,রাষ্ট্রীয়দুমার আন্তর্জাতিক বিষয়াদি, প্রতিরক্ষা ও নিরাপত্তা সংক্রান্ত বিশেষ বিশেষ কমিটি আলাদা আলাদাভাবে অতিরিক্ত চুক্তিটি অনুমোদন করেছে ।
১৯৯১ এবং ১৯৯৪ সালে চিন রাশিয়ার দুদেশের সীমান্তের পূর্ব ও পশ্চিম অংশ সংক্রান্ত দুটো আলাদা চুক্তি স্বাক্ষর করেছে । ২০০৪ সালের অক্টোবরে প্রেসিডেণ্ট পুটিনের চীন সফরকালে দু পক্ষ চীন -রাশিয়া সীমান্তরেখার পুর্বাংশ সংক্রান্ত অতিরিক্ত চুক্তি স্বাক্ষর করেছে। ,এতে দুদেশের ৪৩০০ কিলোমিটার দীর্ঘ সীমান্তরেখা সম্পূর্ণভাবে নির্ধারণ করা হয়েছে ।
এই অতিরিক্ত চুক্তি চূড়ান্তভাবে বলবত্ হবার জন্য রাশিয়ার সংসদের উচ্চ কক্ষ--অর্থাত্ রাশিয়ার ফেডারেল পরিষদের অনুমোদন লাগবে।
|