গত বছর থেকে চীনে "গরীবদের উপকারে অর্থনৈতির উন্নয়ন" ত্বরান্বিত করার কয়েকটি কার্যকর ব্যবস্থা নেয়া হয়েছে, এতে লক্ষণীয় সাফল্য অর্জিত হয়েছে ।
এই সব ব্যবস্থার অন্তর্ভুক্ত রয়েছে: এক, কৃষি ও গ্রামাঞ্চলে অর্থ বিনিয়োগ বাড়িয়ে কৃষকদের আয় আরও বাড়িয়ে দেয়া। গত বছর কেন্দ্রীয় সরকার এই খাতে মোট ২৬০ বিলিয়ন ইউয়ান অর্থ বরাদ্দ করেছে , এতে কৃষকদের বাস্তব উপকার হয়েছে । দুই, গরীব কৃষকদের নিজেদের উদ্যোগে উন্নয়নের সামর্থ্য বাড়িয়ে দেয়া, তার জন্যে চীন সরকার দারিদ্র মোচনের ২৬০টি প্রতিষ্ঠানের সুবিধার্থে সুদ-মুক্ত ঋণ প্রদান এবং কর-মৌকুফ ইত্যাদি ব্যবস্থা নিয়েছে । তিন, অপেক্ষাকৃত অনুন্নত মধ্য ও পশ্চিম অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে সমর্থন ও অর্থবরাদ্দ বাড়ানো । চার, শহরবাসীদের কর্মসংস্থানও সামাজিক নিশ্চয়তা ব্যবস্থা উন্নততর করা।
|